ভিসা হয়নি আড়াই হাজার জনের, পৌঁছানোর অপেক্ষায় ৩২ হাজার হজযাত্রী
১৮ জুন ২০২৩ ১২:২৪ | আপডেট: ১৮ জুন ২০২৩ ১২:৩২
ঢাকা: চাঁদ দেখা সাপেক্ষে চলতি মাসের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সে হিসেবে ২২ জুনের মধ্যে এ বছরের হজ ফ্লাইট শেষ করার নির্দেশ রয়েছে সৌদি সরকারে। কিন্তু বাংলাদেশের ৩২ হাজার ৬২০ জন হজযাত্রী এখনও সৌদি আরবে পৌঁছতে পারেননি। এছাড়া, ভিসা হয়নি দুই হাজার ৭৩৩ জনের।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর এক লাখ ২২ হাজার ৫৫৮ বাংলাদেশি পবিত্র হজ পালনে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।
শনিবার (১৭ জুন) পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮৯ হাজার ৮৩৮ জন হজযাত্রী। ভিসা শেষ হয়েছে এক লাখ ১৯ হাজার ৮২৫ জনের। তবে এখনও ২ হাজার ৭৩০ যাত্রীর ভিসা হয়নি বলে জানা গেছে।
অন্যদিকে, একের পর এক হজ ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলো নতুন শিডিউলের অনুমতিও পাওয়া যায়নি বলে। হজ এজেন্সিগুলো বিমান টিকিট না কেনায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
সূত্রানুযায়ী, শনিবার (১৭ জুন) পর্যন্ত ২৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮টি ও সৌদিয়া এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। কিছু ফ্লাইট ফাঁকা আসন নিয়েই গেছে। শুরুর ফ্লাইট ১৪০ আসন ফাঁকা রেখেই যাত্রা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই পরিস্থিতিতে যে সকল হজযাত্রী এখনও সৌদি আরবে পৌঁছাতে পারেনি তাদের পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে সংশয়।
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক সারাবাংলাকে বলেন, ‘সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আশা করছি বাতিল হওয়া ফ্লাইটগুলোর জন্য শিগগির নতুন শিডিউল পাব। প্রত্যেক হজযাত্রী হজে যেতে পারবেন।’
সৌদি আরবের নির্ধারন করা কোটা অনুযায়ী বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার ১৫৮ জন হজে যাওয়ার কথা ছিল। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন আর বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৫৮ জন। কিন্তু অতিরিক্ত ব্যয়ের কারণে এবার হজে যেতে চাওয়া মুসুল্লিদের মধ্যে বেশ অনীহা দেখা গেছে। পাঁচ দফা সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় প্রায় পাঁচ হাজার বাকি রেখেই হজে পাঠানোর প্রস্তুতি নেয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সারাবাংলা/জেআর/ইআ