ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল
স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৩ ১৩:০৭ | আপডেট: ১৮ জুন ২০২৩ ১৫:৩৭
১৮ জুন ২০২৩ ১৩:০৭ | আপডেট: ১৮ জুন ২০২৩ ১৫:৩৭
ঢাকা: ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলমের (হিরো আলম) মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৮ জুন) যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, এ আসনে উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১৫ জুন। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ জুন পর্যন্ত। আগামী ২৬ জুন প্রতীক বরাদ্দ।
আর আগামী ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হবে।
সারাবাংলা/জিএস/এমও