Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাঙালির প্রভু হওয়ার অলীক আকাঙ্ক্ষা পরিত্যাগ করুন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৩ ২৩:৩০

ঢাকা: জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, আমরা সব জানি, সব মনে আছে। তবুও জাতির জনকের শেখানো অহিংস পথে আমরা সকলের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী, কারও সঙ্গে বৈরিতায় নয়। যে কেউ বাংলাদেশের সঙ্গে কাজ করতে চাইলে অতিথি পরায়ণ অহিংস বাঙালির দরজা আপনাদের জন্য সর্বদা খোলা আছে। ভালো বন্ধু হোন, প্রভু নয়। মনে রাখবেন, বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না। বাঙালির প্রভু হওয়ার অলীক আকাঙ্ক্ষা অনুগ্রহ করে পরিত্যাগ করুন।

বিজ্ঞাপন

শনিবার (১৭ জুন) জয়পুরহাট-২ আসনের ক্ষেতলাল ও কালাই উপজেলার আলাদা আটটি গ্রামে অনুষ্ঠিত দোয়া মাহফিল এবং উন্নয়ন ও জন-আকাঙ্ক্ষা বিষয়ক মতবিনিময় সভা এবং ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ২৯৩টি প্রতিষ্ঠানে ২ কোটি ৮ লাখ টাকা টিআরের অর্থ বিতরণ সভায় তিনি এসব কথা বলেন।

হুইপ স্বপন বলেন, ‘দীর্ঘ সংগ্রাম, চরম আত্মত্যাগ ও এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই দেশ, এই জাতি আর কখনো কারও পদানত হবে না। দাসত্বের শৃঙ্খল ভাঙতে আমাদের পূর্ব-পুরুষরা এক সাগর রক্ত উৎসর্গ করেছেন, আমাদের মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছেন। এই জাতি লাখো শহীদ আর মা-বোনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে না। যেসব জাতির আন্তর্জাতিক ভূ-রাজনীতি নিয়ে আগ্রহ আছে, যারা সমগ্র বিশ্বে জ্ঞান বিতরণ, মানবতা বিতরণ, অস্ত্র বিতরণ করতে চান তারা সমমর্যাদায় বন্ধুত্বের হাত বাড়ান, প্রভুত্বের রক্ত চক্ষু নয়।’

তিনি বলেন, ‘আমরা আলোচনার গোলটেবিলে বসে স্বাধীনতা পাইনি। আমরা অনেক পরাক্রমশালী রাষ্ট্রের ইচ্ছার বিরুদ্ধে স্বাধীনতা পেয়েছি। অনেক রাষ্ট্র আমাদের জাতির জনকের নৃশংস হত্যার আগ পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের প্রকাশ্য এজেন্ডা জঙ্গিবাদমুক্ত সমাজ, মানবাধিকার সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, মানুষের মৌলিক অধিকার এবং ভোটাধিকার। গোপন এজেন্ডা কিছু থাকলে ভিন্ন কথা। বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশও অভিন্ন বিষয়ে একই মতবাদ ব্যক্ত করে এবং একই লক্ষ্য পূরণের জন্য কাজ করছে। এটি আজ প্রমাণিত সত্য। আপনাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব নেই। আমরা গোপন এজেন্ডা নিয়ে কাজ করতে আগ্রহী নই।’

বিজ্ঞাপন

হুইপ স্বপন বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগ কেবলমাত্র বাংলাদেশের উন্নয়ন, শান্তি ও মানবতার পাহারাদার নয়, আঞ্চলিক শান্তি ও স্থিতির জন্য অপরিহার্য অনুষঙ্গ। শেখ হাসিনা বিহীন বাংলাদেশ আঞ্চলিক শান্তি ও স্থিতির জন্য সুখকর হবে না।’

দিনব্যাপী অনুষ্ঠিত এসব পৃথক পৃথক সভায় আরও বক্তব্য দেন জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত বন্যা, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, মেয়র শহীদুল আলম, মেয়র রাবেয়া সুলতানা, জয়পুরহাট চেম্বার সভাপতি আহসান কবীর এবলব, জেলা আওয়ামী লীগ নেতা এবিএম মাসুদ রেজা প্রমুখ।

সারাবাংলা/এনআর/পিটিএম

আবু সাঈদ আল মাহমুদ স্বপন হুইপ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর