Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাউন্সিলর প্রার্থীর প্রচার মিছিলে হামলা-বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৩ ২২:২১

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর প্রচার মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এসময় প্রতিদ্বন্দ্বি প্রার্থী ককটেল ও গুলি করা হয়েছে বলেও অভিযোগ করেছে কাউন্সিলর প্রার্থী। এতে তার প্রচার মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।

শনিবার (১৭ জুন) রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের চণ্ডিপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচন করছেন বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতি ও প্রার্থী জহিরুল ইসলাম রুবেল। প্রচার মিছিলে রুবেল সশস্ত্র হামলা চালান বলে অভিযোগ মতিউর রহমান মতির।

বিজ্ঞাপন

কাউন্সিলর প্রার্থী মতিউর রহমান মতি অভিযোগ করে বলেন, ‘প্রচার মিছিলটি ঝাউতলা মোড় থেকে চণ্ডিপুরে গেলে সেখানে আগে থেকে অবস্থানরত জহিরুল ইসলাম রুবেল ও তার সন্ত্রাসী বাহিনী পরিকল্পতভাবে আমাদের মিছিলে ককটেল মারে। কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালানো হয়। এরপর তারা দেশীয় অস্ত্র নিয়ে আমার মিছিলে হামলা চালায়। এই হামলায় সশরীরে উপস্থিত ছিলেন রুবেল, তার নেতৃত্বে এই হামলা হয়।’

তিনি আরও জানান, হামলায় আমার প্রায় ২০ জন কর্মী সমর্থক আহত হয়েছেন। তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বিষয়ে কথা বলার জন্য অপর প্রার্থী জহিরুল ইসলাম রুবেলের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করা হলে অন্য একজন রুবেলের সমর্থক পরিচয় দিয়ে বলেন, ‘রুবেল ভাই ব্যস্ত আছেন, এখন কথা বলতে পারবেন না।’

হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রুবেল ভাইয়ের উপর হামলা করেছে মতির লোকজন। তারা ভাইয়ের বাড়িতেও হামলা চালিয়েছে।’

নগরীর রাজপাড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কাজল নন্দী জানান, দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা অতিরিক্ত পুলিশ পাঠিয়ে ঘটনা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি হয়েছে কি না জানি না। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ আছে। কোনো প্রার্থী এখনও অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

কাউন্সিলর প্রার্থী হামলা-বিস্ফোরণ