Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে ঈদুল আজহা কবে জানা যাবে রোববার

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৩ ২১:৫১

ঢাকা: সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা আগামীকাল রোববার জানা যাবে। এদিন যদি বছরের শেষ মাস জিলহজের চাঁদ ওঠে, তাহলে আগামী ২৮ জুন সৌদি আরবে ঈদ উদযাপন হবে।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট এরইমধ্যে ১৪৪৪ হিজরি সনের জিলকদ মাসের চাঁদ দেখতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। খবর সৌদি প্রেস এজেন্সির।

ওই আহ্বানে সুপ্রিম কোর্ট বলেছেন, ‘সুপ্রিম কোর্ট রাজতন্ত্রের সকল মুসলিমকে ১৪৪৪ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ২৯ জিলকদের সূর্যাস্তের প্রতি নজর রাখার জন্য অনুরোধ করছে, যা আগামী ১৮ জুন ২০২৩ সালে পড়বে।’

যদি কেউ চাঁদ দেখে থাকেন, তাহলে সংবাদটি দ্রুত সময়ের মধ্যে নিকটস্থ আদালতে বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার মাধ্যমে আদালতকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

জিলহজ মাসের চাঁদ ওঠার ওপর নির্ভর করেই ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে।

জিলহজ মাসের ১০ তারিখে পশু কোরবানির মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদ উদযাপন করেন।

সারাবাংলা/একে

ঈদুল আজহা টপ নিউজ রোববার সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর