সর্বোচ্চ সুদসীমা ৯ শতাংশ তুলে নিয়ে নতুন মুদ্রানীতি আসছে কাল
১৭ জুন ২০২৩ ২০:৪৬
ঢাকা: দেশে বিদ্যামান মুদ্রাস্ফীতি মোকাবিলায় একক অঙ্কের সুদের হার অর্থ্যাৎ ৯ শতাংশ সুদসীমা তুলে দিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
আগামীকাল রোববার (১৮ জুন) ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক।এদিন বিকেল তিনটায় বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের ৫ম তলায় জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গভর্নর আব্দুর রউফ তালুকদার নতুন মুদ্রানীতি ঘোষণা করবেন।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এবারের মুদ্রানীতি অনেকটা সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে। বর্তমানে দেশে উচ্চ মূল্যস্ফীতির প্রভাব বিরাজ করছে। এমন সংকট কাটাতে বেশিরভাগ দেশই ঋণের সুদ হার বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে আগামীকাল নতুন মুদ্রানীতিতে সুদের সর্বোচ্চ সীমা ৯ শতাংশ তুলে নেওয়া হচ্ছে।
সম্প্রতি বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছিলেন, ‘প্রবাসী আয়, রিজার্ভ, মূল্যস্ফীতি এবং বিনিয়োগের বিষয়ে নতুন মুদ্রানীতিতে পদক্ষেপ থাকবে।’
জানা গেছে, গত এক বছরে যুক্তরাষ্ট্র ও ইউরোপে মূল্যস্ফীতির হার বেশ কমেছে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের মূল্যস্ফীতির হারও অনেকটাই কমে এসেছে। এসব দেশ নীতি সুদহার বাড়ানোর মাধ্যমে মূল্যস্ফীতির হার কমিয়ে আনতে সক্ষম হয়েছে। গত এক বছরে বাংলাদেশ ব্যাংকও রেপো হার বাড়িয়েছে। তবে ডলারের বিনিময় হার বেশি থাকাসহ বিভিন্ন কারণে তার প্রভাব দেশের বাজারে পড়ছে না।
উল্লেখ্য, বাজারে মুদ্রা সরবরাহবিষয়ক নীতিই হলো সাধারণত মুদ্রানীতি। বাজারে অর্থের প্রবাহ বাড়াতে চাইলে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার (যে সুদহারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়) কমিয়ে দেয়। এতে টাকা সস্তা হয়, ঋণ বাড়ে, মানুষের হাতে বাড়তি টাকা আসে। আবার বাজারে অর্থের সরবরাহ কমাতে চাইলে নীতি সুদহার বাড়িয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। দু’টি কাজই করা হয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য। প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৬ শতাংশ ও ডলারের দাম ১০৪ টাকায় নামিয়ে আনার লক্ষ্য ঠিক করা হয়েছে। মূল্যস্ফীতি ও ডলার সংকটের সমস্যা সমাধানের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের।
সারাবাংলা/জিএস/এমও