নওগাঁয় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৩ ২০:১৮
১৭ জুন ২০২৩ ২০:১৮
নওগাঁ: নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুন) বিকেলে বজ্রপাতে জেলার পত্নীতলা উপজেলায় ৩ জন এবং পোরশা উপজেলায় ১ জনের মৃত্যু হয়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, বিকেলে বজ্রপাতে উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের খাদেমুল ইসলাম (৪৫) এবং মো. মোতাহার হোসেন (৩৫) নামে দু’জনের মৃত্যু হয়েছে। আর একই উপজেলার দিবর ইউনিয়নের ছোটমহারন্ছদী গ্রামের মাসুদ রানা (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, পোরশা থানান অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক জানান, বিকেলে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে গিয়ে বজ্রপাতে আজিজুল হক (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
নিহত আজিজুল হক উপজেলার নিতপুর সোহাতী গ্রামের মৃত তছির উদ্দিন মণ্ডলের ছেলে।
সারাবাংলা/এমও