Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএমএফ চায় পাকিস্তান আগে দেউলিয়া হোক: ইসহাক দার

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৩ ১৬:৩৪ | আপডেট: ১৬ জুন ২০২৩ ১৮:৩০

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেছেন, আইএমএফ-এর স্থগিত ঋণের পেছনে ভূরাজনীতি রয়েছে। তিনি বলেন, বৈশ্বিক সংস্থা চাচ্ছে পাকিস্তান আগে শ্রীলংকার মতো ঋণখেলাপি হোক, তারপরে তারা আলোচনায় বসুক।

পাকিস্তান সিনেটের অর্থবিষয়ক স্থায়ী কমিটিকে তিনি এসব কথা বলেন। ইসহাক দার জোর দিয়ে বলেন, পাকিস্তান ঋণখেলাপি হবে না। আইএমএফ-এর বেইলআউট প্যাকেজসহ বা ছাড়াই ঋণের দায় মেটাবে পাকিস্তান।

আইএমএফ-এর নবম পর্যালোচনা বিলম্বের জন্য সংস্থাটি কোনো কারণ জানায়নি বলেও  জানান ইসহাক দার। বৈঠকের পরে সাংবাদিকদের তিনি বলেন, সবকিছু ঠিক আছে। সবকিছু এমনভাবে গোছানো হয়েছে যে চিন্তা করার দরকার নেই।

চলতি মাসের পর ঋণের শোধ পরিশোধে অর্থ যোগানে বিপাকে পড়তে পারে পাকিস্তান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের কিস্তি না পেলে দেশটি দেউলিয়া হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে বিভিন্ন বিশ্লেষক প্রতিষ্ঠান।

বাজেট সহায়তার জন্য ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ নিতে আইএমএফ-এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ২০১৯ সালে সাড়ে ৬ বিলিয়ন মার্কিন ডলার ঋণ আবেদন করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান সরকার। প্রাথমিকভাবে ঋণ প্রদানে আইএমএফ সম্মত হলেও পরে ঋণ আটকে দেয়। এরইমধ্যে ইমরান খান সরকারের পতন হয়। ক্ষমতায় আসেন শাহবাজ শরীফ। আইএমএফ ঋণ নিয়ে আবার আলোচনা শুর হয়। তবে আইএমএফ-এর দেওয়া শর্তগুলো পূরণে বেগ পেতে হচ্ছে তাকে। সম্প্রতি শাহবাজ শরিফ এ ব্যাপারে বলেন, আইএমএফ-এর দেওয়া শর্তগুলো কল্পনারও বাইরে।

সারাবাংলা/আইই

আইএমএফ ইসহাক দার পাকিস্তান

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর