Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার বিদেশিদের বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৩ ১৬:১১ | আপডেট: ১৬ জুন ২০২৩ ১৮:৩০

ঢাকা: সরকার বিদেশিদের বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার (১৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘গণমাধ্যমের কালো দিবস’ উপলক্ষে বিএনপি মিডিয়া সেল এ আলোচনা সভা আয়োজন করে।

ড. খন্দকার মোশাররফ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ভিসানীতি ঘোষণার পর সরকার বেসামাল হয়ে গেছে। তারা বিদেশিদের অনেক বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সরকারের মন্ত্রীরা এখন একেক সময় একেক কথা বলছে। কারণ জনগণের আন্দোলনে সরকার আজ ভীত। এই সরকারকে বিদায় করাই এখন জনগণের একমাত্র লক্ষ্য। সহসা বিদায় না নিলে তাদের পদত্যাগে বাধ্য করা হবে।’

তিনি বলেন, ‘চেয়ারম্যানের বিরুদ্ধে নিউজ করায় বুধবার একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। গত ১৪ বছরে ৫৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। সাগর-রুনি হত্যার পুলিশি প্রতিবেদন ১০০ বার পিছিয়েছে। এসবের কারণে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ করার সাহস পাচ্ছেন না।’

‘এর ফলে সরকারের লোকজন নির্ভয়ে দুর্নীতি করতে পারছে। দেশে দ্রব্যমূল্য আজ লাগাম ছাড়া। মূল্যস্ফীতি বেড়ে গেছে। জ্বালানির অভাবে লোডশেডিং বেড়েছে। ব্যাংকগুলো আজ দেউলিয়া। আইন করে বিদ্যুতের ওপর ইনডেমনিটি বসিয়েছে। অথচ কমার্শিয়াল সেক্টরের ওপর ইনডেমনিটি বসানোর কোনো নিয়ম নেই। এসবই সীমাহীন দুর্নীতির ফল’— বলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘সরকার কেবল গণতন্ত্রই হত্যা করেনি, অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। ডলারের সংকটে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না। দ্রব্যমূল্য দ্বিগুণ হয়ে গেছে। মানুষ আজ অনাহারে থাকছে। সরকারের এতে কোনো মাথা ব্যথা নেই। তাদের শুধু মাথা ব্যথা কী করে বিনা ভোটের মাধ্যমে আবারও ক্ষমতায় যাওয়া যায়। কিন্তু এবার তাদের উদ্দেশ্য জনগণ সফল হতে দেবে না।’

বিজ্ঞাপন

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপি প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাবির সাবেক ডিন বোরহান উদ্দিন খান, সাংবাদিক নেতা এমএ আজিজ, শহীদুল ইসলাম, রাশেদুল হক, তৌহিদ মিন্টুসহ অনেকে।

সারাবাংলা/এজেড/এমও

বিদেশি সরকার

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর