Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে প্রথম জাতীয় পাখি পর্যবেক্ষক সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৩ ১৬:০৪ | আপডেট: ১৬ জুন ২০২৩ ১৬:০৫

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে প্রথম জাতীয় পাখি পর্যবেক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) দিনব্যাপী জেলা সদরের সর্দারপাড়া গ্রামে ‘বার্ড বাংলাদেশ’ ও ‘চার কনজারভেশন কমিটি’ এ আয়োজন করে।

‘ছবি তোলার নামে‌ পাখি হয়রানি বন্ধ করুন’, ছিল বার্ড বাংলাদেশের স্লোগান। সম্মেলনে পাখি রক্ষার মাধ্যমে প্রকৃতি রক্ষা করার বিষয়ে আলোচনা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন- বন বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান বন সংরক্ষক ড. ইসতিয়াক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- অবসরপ্রাপ্ত উপ-প্রধান বন সংরক্ষক তপন দে।

বার্ড বাংলাদেশের সভাপতি সাজাহান সরদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নেচার কনজারভেশন কমিটির সহ-সভাপতি মাসুদ কাদের মনা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুবেল সরদার।

মুন্সীগঞ্জে ৫৪ প্রজাতির স্থানীয় পাখি রয়েছে, এছাড়া পরিযায়ী পাখি ৩১ প্রজাতির।

সারাবাংলা/এমও

জাতীয় পাখি পর্যবেক্ষক মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর