বগুড়ায় গ্যাস সরবরাহ বন্ধ, গ্রাহকদের দুর্ভোগ
১৬ জুন ২০২৩ ১৫:২৩ | আপডেট: ১৬ জুন ২০২৩ ১৬:৫৯
বগুড়া: বগুড়ায় টানা দু’দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। শুক্রবার (১৬ জুন) ভোর থেকে সরবরাহ লাইনে গ্যাস বন্ধ হয়ে যায়।
তবে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) দু’দিন গ্যাস না থাকার কথা আগেই জানিয়েছিলো। সরবরাহ লাইনে কাজের জন্য এই দু’দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। টানা দু’দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকা নিয়ে পিজিসিএল গ্রাহকদের রান্না নিয়ে দুর্ভোগ শুরু হয়েছে।
শুক্রবার সকাল থেকে বিকল্প উপায়ে বাসাবাড়িতে লোকজন খাবার তৈরি করা নিয়ে সমস্যায় পড়েছেন। তবে পিজিসিএল সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
পিজিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, সাসেক-২ প্রকল্পের আওতায় ৪ লেনের রাস্তা সম্প্রসারণ কাজে গ্যাস সরবরাহ লাইন নতুন এলাইমেন্টে পুনঃস্থাপন করা হয়েছে। শহরের বনানী থেকে তিনমাথা পর্যন্ত ৫.৩ কিলোমিটার নতুন করে প্রতিস্থাপিত সরবরাহ লাইনের ৯টি পয়েন্টে দিয়ে গ্যাস সংযোগ দেওয়ার জন্য শুক্রবার ভোর ৪টা থেকে কাজ শুরু হয়েছে। এই সহরবরাহ লাইনে বগুড়া শহর এলাকায় গ্যাস সরবরাহ হয়ে থাকে। প্রতিস্থাপিত সরবরাহ লাইনে গ্যাস প্রবাহ চালুর কাজ শুরু হওয়ায় বগুড়া গ্যাস সরবরাহ নেটওয়ার্কে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রয়েছে। রোববার ভোর ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পিজিসিএল বগুড়ার প্রকৌশলী অনুপ কুমার জানিয়েছেন, ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধের জন্য নোটিশ দেওয়া হয়েছে। তবে এর আগেই নতুন সরবরাহ লাইনে গ্যাস সংযোগ দেওয়ার কাজ শেষ হতে পারে।
সারাবাংলা/এমও