Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৩ ১৪:২৭

মানিকগঞ্জ: জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গণমাধ্যমকর্মীরা।

শুক্রবার (১৬ জুন) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব এবং সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, জিটিভি ও সারাবাংলা’র জেলা প্রতিনিধি রিপন আনসারী, ৭১ টিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির, বাংলা নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি সাজিদুর রহমান রাসেলসহ অনেকে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক সুরুয খান, একুশে টিভির জেলা প্রতিনিধি সাব্বিরুল ইসলাম সাবু, যুগান্তরের স্টাফ রিপোর্টার সাংবাদিক মতিউর রহমান জেলা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এন টিভির স্টাফ রিপোর্টার আহমেদ সাব্বির সোহেল, প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম, সাংবাদিক সমিতির সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক শাজাহান বিশ্বাস, যমুনা টিভির স্টাফ রিপোর্টার বিএম খোরশেদ, নয়া দিগন্তর জেলা প্রতিনিধি শাহানুর রহমান, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল মোমিনসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।

এসময় বক্তারা বলেন, ‘দেশে প্রায় সময়ই গণমাধ্যমকর্মীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যানসহ সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দিতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

সাংবাদিক নাদিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর