কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
১৬ জুন ২০২৩ ০৯:৫৫ | আপডেট: ১৬ জুন ২০২৩ ১২:১৯
উত্তর আমেরিকার দেশ কানাডার ম্যানিটোবা প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুই চালকসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ জুন) বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, দ্রুতগতির একটি ট্রাক ছোট্ট একটি বাসকে ধাক্কা দিলে প্রাণহানির এ ঘটনা ঘটে। বাসটির বেশিরভাগ যাত্রী ছিলেন প্রবীণ।
দুর্ঘটনাটি কানাডার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার একটি।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) উইনিপেগ থেকে ১৭০ কিলোমিটার পশ্চিমে দক্ষিণ-পশ্চিম ম্যানিটোবার কারবেরি শহরের কাছে দুটি প্রধান সড়কের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটে।
ম্যানিটোবার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) অ্যাসিস্টেন্ট কমিশনার রব হিল ১৫ জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাসটিতে প্রায় ২৫ জন লোক ছিল, যাদের অধিকাংশই বয়স্ক।
রয়টার্স বলছে, দুর্ঘটনায় দুই চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোন চালকই দায় নিতে চাইছেন না।
সারাবাংলা/এনইউ