Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বহিরাগতদের হামলায় ঢাবির দুই ছাত্র ও হল কর্মচারী আহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৩ ২৩:১৩

ঢাকা: রাজধানীর আনন্দবাজার ও হানিফ ফ্লাইওভার মুখে রাস্তায় উল্টো দিকে মোটরসাইকেল চালানোর বাধা দেয়ার প্রতিবাদ করায় ঢাবির দুই শিক্ষার্থীসহ অমর একুশের হলে ৩ জনকে মারধর করার অভিযোগ করা হয়েছে।

আহতরা হলেন ঢাবির পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মুনতাসিম বিল্লাহ নিপু (২৩), গণিত বিভাগের মাস্টার্সের ছাত্র রাশেদুজ্জামান রায়হান (২৫) ও একুশে হলের কর্মচারী আলমগীর।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, আহত মুত্তাসিমের মাথায়সহ কয়েক জায়গায় আঘাত রয়েছে। তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি দেওয়া হয়েছে। সেখানে তাকে ১৫টি সেলাই দেওয়া হয়।

অমর একুশে হলের শিক্ষার্থীরা জানান, বিকেলে অমর একুশে হলের সামনের রাস্তায় জ্যাম বাঁধে। তখন আনন্দবাজারের মুখে উল্টো পথে মোটরসাইকেল শোডাউন করে যাচ্ছিলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সমর্থকরা। তখন হলটির এক শিক্ষার্থী তাদেরকে উল্টো পথে যেতে নিষেধ করে। এতেই ক্ষিপ্ত হয় তারা। তখন তাদের মধ্যে তর্কাকর্কি হয়। ওই শিক্ষার্থীদের মারধর করে। মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের যানযট নিরসনে কাজ করা এক কর্মীর হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে ওই শিক্ষার্থীর মাথায় তারা আঘাত করে বলে অভিযোগ সহপাঠীদের।

এই ঘটনার পর ছাত্ররা রাস্তা অবরোধ করলে গুলিস্থান থেকে চানখারপুল ঢাকা মেডিকেল, হানিফ ফ্লাইওভার এলাকায় প্রায় ৪ থেকে ঘণ্টা যানজট সৃষ্টি ঞয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

বিজ্ঞাপন

এদিকে নিউমার্কেট জোনের উপ-পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ আহত ছাত্রকে দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি বলেন, ‘বিকেলে আনন্দবাজার এলাকায় কিছু লোকজন শিক্ষার্থীসহ কয়েকজনকে মারধর করে। এরপর শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে। তবে শিক্ষার্থীরা আইন হাতে তুলে নেয়নি। শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।’

সারাবাংলা/এসএসআর/একে

ছাত্র টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগতদের হামলা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর