Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীক্ষার নম্বরে অসঙ্গতি: অধ্যাপক জিয়ার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৩ ২২:৫২

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলোজি বিভাগের একটি কোর্সের পরীক্ষায় নম্বরে অসঙ্গতির অভিযোগ যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিভাগটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমানের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়।

বৃহস্পতিবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিন্ডিকেট সদস্য সারাবাংলাকে জানান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কমিটির অন্য সদস্যরা হলেন—বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক শিমা জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাসনিম সিদ্দিকী এবং পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী।

এর আগে, নম্বরে অসঙ্গতি সংক্রান্ত বিষয়ে ভুক্তভোগী দুজন শিক্ষার্থীর পক্ষে গত ৭ জুন সিনিয়র আইনজীবী শামসুদ্দিন বাবুল হাইকোর্টে রিট করেন। ১২ জুন দুপুরে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে বিষয়ে তদন্ত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।

সারাবাংলা/একে

অধ্যাপক জিয়া অপরাধ বিজ্ঞান টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর