Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবির ‘নিয়ন্ত্রিত’ প্রবাহ কোচিং সেন্টার উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৩ ২১:৫২

চট্টগ্রাম ব্যুরো: অবৈধভাবে সরকারি সম্পত্তি দখল করে কোচিং সেন্টার পরিচালনা করার অভিযোগে ছাত্রশিবির নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত ‘প্রবাহ কোচিং সেন্টার’ উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে নগরীর চকবাজার এলাকার নবাব সিরাজুদ্দৌলার রোডসংলগ্ন পোস্ট অফিসের বিপরীতে অবস্থিত প্রবাহ কোচিং সেন্টারে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তৌহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

সারাবাংলাকে তৌহিদুল ইসলাম বলেন, “২০০৭ সালে আজিজুর রহমান ইসলামিক স্টুডেন্টস রিসার্চ ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠান শহরের চকবাজারে এলাকার নবাব সিরাজুদ্দৌলার রোডে পোস্ট অফিসের বিপরীতে ইমামগঞ্জ মৌজায় অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত ‘নয় শতক’ জমি ইজারা পায়।”

তিনি বলেন, “তবে ইজারার শর্ত ভঙ্গ করে ‘প্রবাহ কোচিং সেন্টার’ নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে কোচিং ব্যবসা পরিচালনায় সহায়তা করে আসছিল তারা। এর পাশাপাশি রিসার্চ ইনস্টিটিউটের নামে আসবাবপত্রের দোকান পরিচালিত হয়ে আসছিল। ইজারার শর্ত ভঙ্গের অভিযোগে এর আগেই অর্পিত সম্পত্তি বাতিল করা হয়েছিল।”

তিনি আরও বলেন, ‘অর্পিত (ভিপি) সম্পত্তি অবৈধভাবে দখলে রেখে প্রবাহ কোচিং সেন্টার প্রায় আট বছরের বেশি সময় ধরে এখানে ১০টি রুমে তাদের জমজমাট কোচিং ব্যবসার কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানে প্রবাহ কোচিং সেন্টারের কাগজপত্র ঘেঁটে পাওয়া যায় কোচিং সেন্টারের মূল মালিক হোসাইন আল হেশাম মো. জাবেদ নামে একজন।’

কোচিং সেন্টারের পাশাপাশি দরজা মেলা নামক একটা দোকান উচ্ছেদ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ২৯ মে আশির দশকে বিতর্কিত মাহফিল আয়োজনের মাধ্যমে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীকে ধর্মীয় বক্তা হিসেবে ব্যাপক পরিচিতি পাইয়ে দেওয়া ইসলামী সমাজকল্যাণ পরিষদের (ইসকপ) চকবাজারে চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্রাবাসসংলগ্ন কার্যালয় উচ্ছেদ করেছিল জেলা প্রশাসন। পরে ওই অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইলে কল দিয়ে ‘জবাই করে’ হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন ওই ম্যাজিস্ট্রেট।

সারাবাংলা/আইসি/পিটিএম

প্রবাহ কোচিং সেন্টার শিবির

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর