Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঈদের ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৩ ২১:৪৯

ঢাকা: আসন্ন ঈদুল আজহার দিনসহ আগে ও পরের তিন দিন করে মোট সাত দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সভাকক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নকরণ সংক্রান্ত সভায় এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘সড়কের ছুটি বন্ধ করব না। কিন্ত অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। বগুড়া পর্যন্ত ঝুঁকি আছে। পাঁচ দিন আগে বন্ধ করতে হবে সড়কের কাজ। ঈদের আগে ও পরে মিলিয়ে সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন।’

তিনি বলেন, ‘গত রমজানে ভালো ঈদযাত্রা হয়েছে। সমন্বয় ভালো ছিল। কিন্তু কোরবানির ঈদ চ্যালেঞ্জিং। এ জন্য নজরদারি বাড়াতে হবে। ঈদের আগে দুর্ঘটনা কমলেও, ফিরতি যাত্রায় বেশি হয়। কারণ নজরদারি কম থাকে। বিষয়টি খেয়াল রাখা দরকার।’

সেতুমন্ত্রী বলেন, ‘রোজায় বৃষ্টির বিড়ম্বনা ছিল না। তবে এবারের ঈদে পশুবাহী গাড়ি, ফিটনেসবিহীন গাড়িতে পশুবহন, কোরবানির হাট- এসব চ্যালেঞ্জ রয়েছে।’ তিনি বলেন, ‘বৃষ্টি হলে গাড়ির গতি কমে যায়। সড়কে গর্ত হবে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। না হলে বেড়ে যানজট হবে।’

সভায় ঈদের আগে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের সাত দিন আগে থেকে ট্রাক, লরিসহ ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে।’

ঈদের সময় সব পোশাক কারখানায় যেন একই সময়ে ছুটি না হয়, সমন্বয় করে ছুটি দিতে শ্রম মন্ত্রণালয় ও গার্মেন্টস মালিকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ দরকার। মহাসড়কের পাশে পশুর হাট বসানোর প্রবণতা কমেছে। বিশেষ নজর দিতে হবে গাজীপুরে বিআরটি প্রকল্পে, যেটি আমাদের গলার কাটা।’

বিজ্ঞাপন

সভায় অন্যান্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নুরী, ঢাকা সড়ক পরিবহন সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গাঁ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যা, নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

৭ দিন ঈদের আগে পরে টপ নিউজ সিএনজি স্টেশন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর