Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নাশকতার বিরুদ্ধে আওয়ামী লীগ মাঠে থাকবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৩ ২১:৩০

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি জামায়াতের নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সবসময় মাঠে থাকবে বলে জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, ‘চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ রাজপথে আছে, রাজপথে থাকবেই এই সংকল্প নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে। আমরা জনগণের জানমাল রক্ষায় মাঠে আছি এবং নির্বাচনী মাঠেও থাকব।’

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে নগরীর পাহাড়তলীর ফতেয়াবাদ কমিউনিটি সেন্টারে ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিএনপি জামাত সন্ত্রাসীদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা এরইমধ্যে বাংলাদেশের অস্তিত্বকে নিয়ে একটি আঘাত পেয়েছি। বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করা হয়েছে যুবদলের একটি মিছিল থেকে। সুতরাং ইউনিট থেকে ওয়ার্ড এবং থানা পর্যায়ের সংগঠনকে শক্তিশালী করে স্থানীয়ভাবে প্রতিরোধ স্কোয়ার্ড গড়ে তুলতে হবে।’

‘এলাকায় এলাকায় যারা চিহ্নিত সন্ত্রাসী, জামায়াত বিএনপির কর্মী আছে তাদের শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দিতে হবে।’

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ‘ওয়ার্ডের পরীক্ষিত নেতাকর্মীদের বিএনপি জামায়াতের বিরুদ্ধে অপতৎপরতার বিরুদ্ধে রুঁখে দাঁড়াতে হবে। এরা বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করেছে। এটি আমাদের জন্য একটি অশনি সংকেত। এই সময়ে আমাদের দলের ঐক্যই একটি ভিত্তি। তা না হলে পুরো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে।’

‘আঘাত এসেছে পাল্টা আঘাত দিতে হবে। আমাদের সংগঠনের ইউনিট পর্যায় থেকে আবার একাত্তরের চেতনায় দুর্গ গড়ে তুলতে হবে।’

বিজ্ঞাপন

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী শফিউল আজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মান্নান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, সদস্য জাফর আলম চৌধুরী, বায়েজিদ থানা আওয়ামী লীগের মো. মঈনুদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগের এম.এ মালেক, এস এম দিদার, নুরুল আবছার ও বিপ্লব কুমার চৌধুরী।

এ সময় নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মো. হোসেন, জোবাইরা নার্গিস খান, আবু তাহের, সদস্য মহব্বত আলী খান, ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু ও বেলাল আহমদ উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে শাহজাহান রশিদকে সভাপতি ও তানভির আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

সারাবাংলা/আইসি/একে

আওয়ামী লীগ টপ নিউজ নাশকতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর