Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগের কাজই সংঘাত সৃষ্টি করা: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৩ ১৮:৫৬ | আপডেট: ১৫ জুন ২০২৩ ১৮:৫৮

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগের কাজই হচ্ছে সংঘাত সৃষ্টি করা, সংঘাত সৃষ্টি করে আমাদের নামে মামলা দেবে। আমাদের নেতাকর্মীদের আটক ও গ্রেফতার করে দমনের লক্ষ্য এই সরকারের।’

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গতকাল চট্টগামে তারুণ্যের সমাবেশে আসা ও যাওয়ার সময় যুবদলের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় এবং আমাদের কয়েকজন নেতাকে আটক করেছে পুলিশ। কী একটা অবস্থা, আমাদের ওপর হামলা করে আবার আমাদের নামেই মামলা।’

তিনি বলেন, ‘পুরনো মামলাগুলো আবার স্ট্রে করা হচ্ছে, তড়িঘড়ি করে মামলার রায়গুলো দিতে চেষ্টা করে যাচ্ছে সরকার। এ সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে মাঠে নামতে না দেওয়া, মাঠ ছাড়া করার। আগের মতো একতরফা নির্বাচন করে ক্ষমতা থেকে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকার।’

বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নরসিংদী বাড়িতে সন্ত্রাসী হামলা, আগুনের দেয়ার ঘটনার তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘সম্প্রতি বিএনপির নেতা-কর্মীদের ওপরে সরকারের জুলুম-নির্যাতন বিভিন্ন কৌশলে বেড়েই চলেছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগকে ব্যবহার করে খুন, হত্যা, মিথ্যা মামলা, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে কারাগারে পাঠানো হচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘অতি সম্প্রতি এই ধরনের এক ভয়ংকর চক্রান্তমূলক হত্যাকাণ্ড ঘটিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব এবং নরসিংদী জেলার আহ্বায়ক খায়রুল কবির খোকনকে এবং তার স্ত্রী বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানাসহ নরসিংদীর প্রায় ৫০ জন ছাত্রনেতা, যুবনেতা ও বিএনপি নেতার বিরুদ্ধে একটি হত্যা মামলা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, চক্রান্তমূলকভাবে খোকনের নরসিংদীর বাসভবন ও বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়েছে। এই ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়। সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ যোগসাজসে এবং সমর্থনে কিছু সন্ত্রাসীদের দিয়ে এই হত্যাকাণ্ড ও পরবর্তীতে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজজামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে

টপ নিউজ বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর