Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দিনের মধ্যে সিলেট-সুনামগঞ্জে বন্যার আশঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৩ ১৮:১৪

ফাইল ছবি

ঢাকা: দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে পানি বাড়ছে। আর তাই আগামী তিনদিনের মধ্যে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার (১৫ জুন) প্রতিষ্ঠানটির বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থা নিয়ে প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে উল্লেখ করা হয়, উজানে ও দেশের অভ্যন্তরে ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি দ্রুত বাড়ছে।

আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী— আগামী ৭২ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে এ অঞ্চলের নদ-নদীর (সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, ঝালুখালি, ভোগাই-কংশ, সোমেশ্বরী, যদুকাটা) পানি দ্রুত বাড়তে পারে এবং বিপৎসীমা পার হয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার কয়েকটি নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

প্রতিষ্ঠানটির প্রতিবেদনে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলা অববাহিকা ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে এ নদীগুলোর পানি সময় বিশেষে দ্রুত বাড়তে পারে।

এদিকে জুন মাসের জন্য বন্যা পূর্বাভাস সম্পর্কিত বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, জুন মাস দেশের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চলের ব্রহ্মপুত্র-যমুনা, ধরলা, তিস্তাসহ সব প্রধান নদ-নদীর পানি সমতল অব্যাহতভাবে বাড়তে পারে। চলতি মাসের শেষ সপ্তাহে যমুনা নদী বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।

প্রতিবেদনে জানানো হয়, আগামী দুই সপ্তাহ, গঙ্গা-পদ্মা নদীর স্বাভাবিক প্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময়ে পানি সমতল বিপৎসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

পূর্বাভাস প্রতিবেদনে আরও জানানো হয়, আগামী দুই সপ্তাহে দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারাসহ সব প্রধান নদ-নদীর পানি সমতল বাড়তে পারে। উজানে ভারি বর্ষণের কারণে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকা এবং উপকূলীয় অঞ্চলে আগামী দুই সপ্তাহ হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে। এই সময়ে ঘূর্ণিঝড়/জলোচ্ছ্বাস কিংবা বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই ।

পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়, জুন মাসের প্রথমার্ধ থেকে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করায় দেশে ও উজানের অববাহিকার স্থানগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। বিশেষ করে চলতি সপ্তাহের শুরু থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাত হয়েছে। এ সময় দেশের উত্তরাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি উল্লেখযোগ্য বেড়েছে।

দেশের প্রধান নদ-নদীগুলোর জন্য অববাহিকাভিত্তিক ধারণাগত পূর্বাভাসও তুলে ধরা হয় প্রতিবেদনে।

ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বর্তমানে স্বাভাবিক গতিতে বাড়ছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও উজানের অববাহিকায় ভারতের অরুণাচল, আসাম, মেঘালয় ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের ওপর বর্তমানে মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় থাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত প্রবণতা বাড়ছে। এর ফলে জুন মাসের দ্বিতীয়ার্ধে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল উল্লেখযোগ্যহারে বাড়তে পারে এবং চলতি মাসের শেষ সপ্তাহে এ অববাহিকার পানি সমতল বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।

এছাড়া, এ সময়ে দেশের উত্তরাঞ্চলের তিস্তা ধরলাসহ অন্যান্য প্রধান নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে, উজানে হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গে স্বল্পমেয়াদি ভারি বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে তিস্তা নদীর পানি সময় বিশেষে দ্রুত বাড়তে পারে এবং বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।

প্রতিবেদনে জানানো হয়, গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, অপরদিকে ব্রহ্মপুত্র-যমুনার পানি পদ্মায় প্রবেশ করায় এ নদীর পানি সমতল বাড়ছে এবং যা জুন মাস পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে এ সময়ে পানি সমতল বিপৎসীমা পার হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী, জুনের শেষার্ধে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে ও তৎসংলগ্ন উজানে আসাম, মেঘালয় ও বরাক অববাহিকায় সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এরইমধ্যে উজানে ও দেশের অভ্যন্তরে ভারি বৃষ্টিপাত হচ্ছে। ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে।

আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাসের উদ্ধৃত্তি দিয়ে প্রতিবেদনে বলা হয়, আগামী পাঁচদিন দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ সময়ে এ অঞ্চলের নদ-নদীগুলোর (সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, ঝালুখালি, ভোগাই কংশ, সোমেশ্বরী, যদুকাটা) পানি দ্রুত বাড়তে পারে এবং বিপৎসীমা অতিক্রম করে সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

এছাড়াও মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচদিন দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকা অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে এ সময়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই—উল্লেখ করা হয় প্রতিবেদনে। তবে মৌসুমি বায়ুর প্রভাবে আগামী সাতদিন উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে এ সময়ে কোনো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সম্ভাবনা নেই— উল্লেখ করা হয় প্রতিবেদনে।

সারাবাংলা/এসবি/একে

বন্যা সিলেট সুনামগঞ্জ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর