Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৫ সালে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন: তাজুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৩ ১৭:৫৭

ঢাকা: ২০২৫ সালে বাংলাদেশে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। এ জন্য ‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্লান্ট’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সাভারের আমিনবাজারের এই প্লান্ট থেকে প্রতিদিন ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।

বৃহস্পতিবার (১৫ জুন) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আমিনবাজার ল্যান্ডফিলের ‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্লান্ট’ এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ বিষয়ক সভায় সভাপতিত্বকালে স্থানীয় সরকার মন্ত্রী এ সব তথ্য জানান। সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘২০২৫ সালের অক্টোবর মাস থেকে আমিনবাজার ল্যান্ডফিল প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রতিদিন ৩ হাজার টন মিক্সড বর্জ্য নিষ্পত্তি করা হবে।’ এতে পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন থাকবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় সরকারমন্ত্রী।

মন্ত্রী জানান, চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশন বিদ্যুৎ উৎপাদনের এ ইনসিনারেশন প্লান্টের স্পন্সর হিসেবে থাকবে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ২৫ বছর পর্যন্ত ওই প্লান্ট থেকে বিদ্যুৎ কিনবে। এ প্রকল্পের সর্বমোট ব্যয় ধরা হয়েছে তিনশ মিলিয়ন ইউএস ডলার।

বিজ্ঞাপন

বর্জ্য থেকে বিদ্যুৎ বাংলাদেশের জন্য সম্পূর্ণ নতুন ধারণা ও অভিজ্ঞতা উল্লেখ করে তিনি জানান, টেকসই উন্নয়নের জন্য এ ধরনের প্রকল্পের কোনো বিকল্প নেই। এ প্রকল্পের মাধ্যমে যেমন আমাদের বর্জ্য নিষ্পত্তি হবে তেমনি বিদ্যুতের মতো অতি প্রয়োজনীয় শক্তিও আমরা উৎপাদন করতে পারব। যার মাধ্যমে আমাদের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার কিছুটা সংকুলান হবে।’

সভায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল হামিদ বলেন, ‘সম্পূর্ণ বিদেশি বিনিয়োগের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হওয়ায় তা আমাদের বিদ্যুৎ খাতকে আরও শক্তিশালী করবে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি। এ জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানাই। এ প্রকল্প বাস্তবায়ন হলে উত্তর সিটি করপোরেশনে নাগরিকদের উন্নত সেবা দিতে পারব।’

সারাবাংলা/আরএফ/একে

টপ নিউজ বর্জ্য বিদ্যুৎ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর