Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে লোকালয়ে ১০ ফুট অজগর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৩ ১৫:২৮

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলার পশ্চিম কদমতলা থেকে ১০ ফুট দৈর্ঘ্যরে একটি অজগর সাপ উদ্ধার হয়েছে। অজগরটি ওই গ্রামের মো. হারুন খলিফা নামের এক জেলের জালে আটকা পড়ে।

শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসরাম অজগর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলে হারুন খলিফা জানান, বুধবার (১৪ জুন) রাতে তার বাড়ির সামনের খালে মাছ ধরার জন্য জাল পেতে রাখেন। পরদিন বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তিনি জাল তুলতে গিয়ে দেখেন মাছের পরিবর্তে জালে বিশাল এক অজগর আটকা পড়েছে।

এরপর তিনি স্থানীয় লোকজনকে জানালে তারা অজগরটি না মেরে ওয়াইল্ড টিমের মাঠ কর্মী মো. আলম হাওলাদারকে খবর দেন। আলম হাওলাদার কদমতলা এসে অজাগরটি উদ্ধার করে শরণখোলা স্টেশনে নিয়ে যান।

শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসরাম জানান, উদ্ধার করা ১০ ফুট দৈর্ঘ্য এবং ১৫ কেজি ওজনের অজগরটি দুপুরে স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

সারাবাংলা/ইআ

অজগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর