Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বীকৃতি পেল বিকেএমইএ’র ১৫টি কারখানার চিকিৎসা কেন্দ্র

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৩ ২৩:৫২

ঢাকা: বিকেএমইএ’র ১৫টি সদস্য কারখানার চিকিৎসা কেন্দ্রকে ‘মডেল এন্টারপ্রাইজ ক্লিনিক’ হিসেবে স্বীকৃতি দিয়েছে আইএলও। বিকেএমইএ ও আইএলও’র যৌথ উদ্যোগে পরিচালিত এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম প্রকল্পের আওতায় এ স্বীকৃতি দেওয়া হয়।

বুধবার (১৪ জুন) রাজধানী হোটেল শেরাটনে এ উপলক্ষে কারখানাগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করে বিকেএমইএ। সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ, সহ-সভাপতি ফজলে শামীম এহসান, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি আখতার হোসেন অপূর্ব, সেন্ট্রাল ফান্ডের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, আইএলও’র ইআইএস প্রোগ্রামের প্রধান কারিগরি উপদেষ্টা সাদ জিলানি, সিএমইডি’র মেডিক্যাল সার্ভিসের প্রধান ড. একেএম নাজমুল ইসলাম। এছাড়াও বিকেএমইএ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ ঊর্ধ্বতম কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মডেল এন্টারপ্রাইজ ক্লিনিকের গুরুত্ব তুলে ধরেন বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ। তিনি বলেন, ‘স্বীকৃতিপ্রাপ্ত কারখানাগুলোকে সম্মান জানাতে পেরে আমরা আন্দন্দিত। সম্মানিত কারখানা মালিকরা আদর্শ মেডিকেল সেন্টারের আদলে এই ক্লিনিকগুলো স্থাপন করেছেন।’ তিনি এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

বাংলাদেশের নিট খাতের উন্নয়নে অবদানের জন্য আইএলও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিকেএমইএ’র সহ-সভাপতি ফজলে শামীম এহসান। নিট খাতের উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পরিচালিত এ ধরনের কার্যক্রমের সফলতা কামনা করেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

কারখানা চিকিৎসাকেন্দ্র বিকেএমইএ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর