Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তারুণ্যের সমাবেশে’ যাওয়ার পথে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৩ ২০:২৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ‘তারুণ্যের সমাবেশে’ মিছিল নিয়ে যাওয়ার পথে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর নগরীর মিছিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ অন্তত ৫০টি চিত্রকর্ম ভাংচুরের ঘটনা ঘটেছে।

পুলিশ ভাংচুরে জড়িত থাকার অভিযোগে যুবদল-ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তবে যুবদল-ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, এর সঙ্গে তাদের কোনো নেতাকর্মী জড়িত নন।

বিজ্ঞাপন

বুধবার (১৪ জুন) বিকেলে চট্টগ্রাম কলেজের সামনে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর নগরীর জামালখানে ম্যুরালগুলো ভাংচুরের ঘটনা ঘটে।

এদিন বিকেলে নগরীর কাজীর দেউড়ির মোড়ে বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল সাড়ে তিনটার দিকে চান্দগাঁও থানা যুবদল ও বাকলিয়া থানা ছাত্রদল নগরীর চকবাজারে চট্টগ্রাম সরকারি কলেজের সামনে দিয়ে মিছিল নিয়ে কাজীর দেউড়ির মোড়ের দিকে যাছিলেন। আগে থেকেই চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছিল। যুবদল-ছাত্রদলের মিছিল কলেজের সামনে দিয়ে যাবার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দেয়। পাল্টাপাল্টি স্লোগানে উভয়পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের সারাবাংলাকে বলেন, ‘উত্তেজনার এক পর্যায়ে উভয়পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। সেখানে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। খবর পেয়ে আরও পুলিশ সদস্য ঘটনাস্থলে যায়। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীদের কলেজের ক্যাম্পাসে ঢুকিয়ে দেওয়া হয়। যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের গণি বেকারির মোড় দিয়ে কাজীর দেউড়ির দিকে পাঠিয়ে দেওয়া হয়। চকবাজার ভাংচুরের কোনো ঘটনা ঘটেনি।’

বিজ্ঞাপন

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম সারাবাংলাকে বলেন, ‘আমরা নিয়মিত ক্যাম্পাসে প্রোগ্রাম করি। বিকেলের দিকে সেখানে নেতাকর্মীরা থাকি। যুবদল-ছাত্রদলের মিছিল যাবার সময় আমাদের দেখে তারা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে জঘন্য ভাষায় কুরূচিপূর্ণ স্লোগান দিতে থাকে। তারা সাম্প্রদায়িক বিভিন্ন স্লোগান দেয়। তখন আমাদের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠে। আমরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিলে তারা আমাদের দিকে ইট, পাটকেল নিক্ষেপ করে। আমরা তাদের ধাওয়া দিয়ে গণি বেকারির মোড় পার করে দিই। তারা যাবার সময় জামালখানে ভাংচুর করেছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদল-ছাত্রদলের ব্যানার নিয়ে মিছিল করে যাওয়ার সময় জামালখানে সরকারি হাজী মুহাম্মদ মহসনি কলেজ, সেন্টমেরিস স্কুল এবং ডা. খাস্তগীর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের দেয়ালে স্থাপিত বিভিন্ন ম্যুরালে ইট, পাথর, লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে কাচের তৈরি কয়েকটি ম্যুরাল ভেঙে গুঁড়ো হয়ে নিচে পড়ে যায়। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসম্বলিত বিভিন্ন ব্যানার ছিঁড়ে ফেলা হয়।

দেখা গেছে, জামালখান মোড়ে সৌন্দর্যবর্ধনের কাজের আওতায় স্থাপিত নকশা করা নৌকাসহ আরও বিভিন্ন স্থাপনা ভাংচুর করা হয়। সড়ক বিভাজকে কয়েকটি ছোট লাইটপোস্টও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সমাবেশস্থলের অদূরে নগরীর আসকার দিঘীর পাড়ে লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে প্রতিষ্ঠানটির দেয়ালে লাগানো একটি কাঠের বাক্স ও নামফলক, সিয়াম স্টোর নামে একটি দোকানের সামনে কাঁচের বড় বাক্স ভাংচুর করা হয়।

ভাংচুর চলাকালে জামালখান থেকে আসকার দিঘীর পাড় হয়ে কাজীর দেউড়িতে সমাবেশস্থলের আগ পর্যন্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। সড়কে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন সারাবাংলাকে বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে খাস্তগীর স্কুলের দেয়ালে আমরা জাতির পিতার শৈশব থেকে মৃত্যু পর্যন্ত ইতিহাস উল্লেখ করে ৫০টি গ্লাস ম্যুরাল স্থাপন করেছিলাম। বঙ্গবন্ধুর ম্যুরালও কয়েকটি ছিল। সবগুলোই যুবদল-ছাত্রদলের সন্ত্রাসীরা ভেঙ্গে দিয়েছে। সেন্টমেরিস স্কুলের দেয়ালে বরেণ্য মনীষীদের ছবি ছিল। সেগুলোতে আঘাত করা হয়েছে। তবে পুরোপুরি ভাঙতে পারেনি। নান্দনিক জামালখান গড়ার অংশ হিসেবে বেশকিছু স্থাপনা আমরা করেছিলাম। সেগুলো ভেঙে দিয়েছে।’

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবীর সারাাবংলাকে বলেন, ‘চান্দগাঁও থানা যুবদল ও বাকলিয়া থানা ছাত্রদল চট্টগ্রাম কলেজের সামনে ছাত্রলীগের সঙ্গে মারামারি করেছে। এরপর সমাবেশে যাওয়ার পথে তারা জামালখান থেকে কাজীর দেউড়ি পর্যন্ত এলাকায় নির্বিচারে ভাংচুর করেছে। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সম্বলিত চল্লিশটি ট্যাম্পার্ড, গ্লাস, মুর‍্যাল, নৌকার প্রতীক ভাংচুর করা হয়েছে।’

‘আমরা ভাংচুরের সময় ধাওয়া দিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছি। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত করে আরও অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

গ্রেফতার পাঁচজন হলেন- মাহবুব সিদ্দিকী (৩৫), মো. এরফান (৩০), নুরুল ইসলাম মাসুম (৩৯), ইমন খান (২০) এবং মহিউদ্দিন হাসান ইমন (২০)।

পুলিশ জানিয়েছে, মাহবুব পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। এরফান একই ওয়ার্ডের চার নম্বর ইউনিট ছাত্রদলের সাবেক সভাপতি। মাসুম ও মহিউদ্দিন একই ওয়ার্ডের যুবদলের কর্মী। ইমন খান চান্দগাঁও থানা যুবদলের কর্মী।

জানতে চাইলে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ সারাবাংলাকে বলেন, ‘আমরা একেবারে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছি। সমাবেশে প্রশাসন আমাদের সুন্দরভাবে সহযোগিতা করেছে। কিন্তু চান্দগাঁও থানা যুবদল ও বাকলিয়া থানা ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসার পথে চট্টগ্রাম কলেজের সামনে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করেছে। এতে চারজন আহত হয়েছে। দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিনা উসকানিতে ছাত্রলীগ শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে।’

‘এছাড়া সমাবেশ থেকে ফেরার পথে বাকলিয়া ডিসি রোডে আমাদের নেতাকর্মীদের ওপর সরকারি দলের সন্ত্রাসীরা হামলা করেছে। বিভিন্নস্থানে পুলিশ গাড়ি থামিয়ে তল্লাশির নামে হয়রানি করেছে বলে আমরা জানতে পেরেছি। শান্তিপূর্ণ সমাবেশে আসা-যাওয়ার পথে ছাত্রলীগের হামলা এবং পুলিশের হয়রানির আমরা তীব্র নিন্দা জানাই।’

ভাংচুরের বিষয়ে জানতে চাইলে শাহেদ বলেন, ‘আদৌ কোনো ভাংচুর কেউ করেছে কি না, আমরা জানি না। আমরা সমাবেশ নিয়ে ব্যস্ত ছিলাম। যদি কেউ করে থাকে, এর সঙ্গে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কোনো নেতাকর্মী জড়িত নন। শান্তিপূর্ণ সমাবেশে অরাজকতার রং লাগানোর জন্য সরকারের এজেন্টরা এ কাজ করে থাকতে পারে। চট্টগ্রাম প্রেসক্লাব-জামালখান এলাকায় সরকারের বিভিন্ন গ্রুপ ঘাপটি মেরে থাকে, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করার জন্য। এ ধরনের কেউ এর সঙ্গে জড়িত বলে আমাদের ধারণা।’

সারাবাংলা/আরডি/পিটিএম

ছবি ভাংচুর টপ নিউজ বঙ্গবন্ধু

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর