৪ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিচ্ছে এআইআইবি
১৪ জুন ২০২৩ ১৯:৩৯ | আপডেট: ১৪ জুন ২০২৩ ২১:৫১
ঢাকা: অর্থনৈতিক পুনরুদ্ধারে বাজেট সহায়তা হিসেবে ৪০ কোটি ডলার বা প্রায় চার হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেসমেন্ট ব্যাংক (এআইআইবি)।
বুধবার (১৪ জুন) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। চুক্তিতে সই করেন ইআরডির সচিব শরিফা খান এবং এআইআইবি’র আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট উরজিত আর.প্যাটেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যুদ্ধের ফলে বাংরাদেশে অর্থনীতি নানা বিরূপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এর মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমদানি ব্যয় বেড়ে যাওয়া, বাণিজ্য ঘাটতি ও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন অন্যতম। এমন আর্থিক সংকট মোকাবিলায় এআইআইবি বাজেট সহায়তা দিতে সম্মত হয়। চুক্তি হওয়ায় পুরো অর্থ একবারেই্ ছাড় করবে ব্যাংকটি।
তিন বছরের রেয়াতকালসহ ২৬ বছরে ঋণটি পরিশোধ করতে হবে। ঋণের সুদ হার হবে সোফার’র সঙ্গে ভেরিয়েবল স্প্রেড (১ দশমিক ১৪ শতাংশ)। এছাড়া ঋণের ফ্রন্ট অ্যান্ড ফি হিসেবে এককালীন শূন্য দশমিক ২৫ শতাংশ এবং অব্যায়িত অর্থেও উপর শূন্য দশমিক ২৫ শতাংশ হারে কমিটমেন্ট ফি দিতে হবে।
সারাবাংলা/জেজে/পিটিএম