Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসআরএফ’র সভাপতি মাহতাব, সম্পাদক মাসউদুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৩ ২০:৩৫ | আপডেট: ১৩ জুন ২০২৩ ২১:৩২

ঢাকা: বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ফসিহ উদ্দীন মাহতাব। আর সাধারণ সম্পাদক হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি মাসউদুল হক।

মঙ্গলবার (১৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সংগঠনের ২০২৩-২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম ভোটের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ১৫২ ভোটারের মধ্যে ১৪৬ জন ভোট দেন।

বিজ্ঞাপন

নির্বাচনে সভাপতি পদে জয়ী ফসিহ উদ্দীন মাহতাব পেয়েছেন ৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সিদ্দিকুর রহমান পেয়েছেন ৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী মাসউদুল হক পেয়েছেন ৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আকতার হোসেনের ভোট ৪৪ ।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহসভাপতি পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) দৈনিক ইত্তেফাকের এম এ জলিল মুন্না (মুন্না রায়হান), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমার বার্তার বিশেষ প্রতিনিধি মেহেদী আজাদ মাসুম (৮৬ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের তাওহিদুল ইসলাম (৮২ ভোট), অর্থ সম্পাদক পদে বিটিভির মো. শফিউল্লাহ সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দফতর সম্পাদক পদে ঢাকা পোস্টের শাহাদাত হোসেন রাকিব (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিজন কুমার দাস (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে আলোকিত বাংলাদেশ পত্রিকার ফারুক আলম।

বিজ্ঞাপন

কার্যনির্বাহী সদস্য পদে সারাবাংলা’র স্পেশাল করেসপন্ডেন্ট ঝর্ণা রায় (৮১ ভোট), আসাদ আল মাহমুদ (৬৫ ভোট), উবায়দুল্লাহ বাদল (৬৪ ভোট), মিজানুর রহমান মিজান (৬২ ভোট), মাহমুদ আকাশ (৫৯ ভোট), মো. রাকিব হাসান (৫৪ ভোট), মহসীনুল করিম লেবু (৪০ ভোট), আয়নাল হোসেন (৩৯ ভোট) নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান যুগান্তর সম্পাদক সাইফুল আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন দৈনিক জনকন্ঠের বিশেষ প্রতিনিধি ও বিএসআরএফ’র বিদায়ী সভাপতি এবং দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

বিএসআরএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর