Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ জেলা যুবলীগের কমিটি ঘোষণা, আহ্বায়ক জুয়েল

সারাবাংলা ডেস্ক
১৩ জুন ২০২৩ ১৯:৪২

ঢাকা: যুবনেতা রাশেদ ইউসুফ জুয়েলকে আহ্বায়ক করে সিরাজগঞ্জ জেলা যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জুয়েল আগের কমিটির সভাপতি ছিলেন।

মঙ্গলবার (১৩ জুন) বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ সইয়ে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক মো. হাসান শহীদ চঞ্চল, সঞ্জয় কুমার সাহা ও মো. আলহাজ্ব সরকারকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। আগামী ৯০ দিনের জন্য ৪১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতার পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। তার আগে ৯ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হককে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

সারাবাংলা/পিটিএম

আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল সিরাজগঞ্জ জেলা যুবলীগ