‘পি কে হালদার সবচেয়ে বড় মাস্টারমাইন্ড’
১৩ জুন ২০২৩ ১৯:০২
ঢাকা: বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল মান্নান বলেছেন, আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দায়ের করা ১১টি মামলা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এই ঘটনার সবচেয়ে বড় মাস্টারমাইন্ড পিকে হালদার (প্রশান্ত কুমার হালদার)।
মঙ্গলবার (১৩ জুন) দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে, তাকে সকাল থেকে জিজ্ঞাসাবাদ করে কমিশনের সহকারী পরিচালক আফরোজা হক খান।
আব্দুল মান্নান বলেন, ‘দুদকের গল্প পড়েন। আমার গল্প পড়েন। আসল কাহিনি পড়েন? নকল কাহিনি নিয়ে সময় নষ্ট করছেন। দুদক কি গড? দুদক মামলা করলেই সব শেষ হয়ে গেল? দুদক ও বাংলাদেশ ব্যাংক যাদের ডেকেছে, (প্রতিবেদনে) তাদের বক্তব্যই ফুটে উঠেছে। বাংলাদেশ ব্যাংককে বলেছিলাম আমাদের শেয়ার হোল্ডারেদের ডাকুন। তাদের বক্তব্যটা আসুক। কিন্তু সেই বক্তব্যটা আসেনি। সুতরাং এটা সম্পূর্ণ ভুয়া। আমাদের শেয়ার হোল্ডারদের স্বার্থের পরিপন্থী। তাদের স্বার্থ এখানে সংরক্ষিত হয়নি।’
তিনি আরও বলেন, ‘পিকে হালদার, রুহুল আমিন এবং শাহআলম মিলে একটি সিন্ডিকেট তৈরি করে। মাত্র ৫ শতাংশ শেয়ার কিনে আমাদের শেয়ারহোল্ডাদের ৯৫ শতাংশ শেয়ার পরিচালনা পর্ষদ দখলে নেয়। পরে একে-একে তাদের সব এজেন্ডা বাস্তবায়ন করে। পিকে হালদার এবং তার লোকেরা আমাদের বরখাস্ত করে পাঁচ বছর বিআইএফসি দখলে রাখে। ওই সময়ে সে (পিকে হালদার) বিআইএফসি লুট করে সব টাকা নিয়ে গেছে। আমাদের কোম্পানির শেয়ার হোল্ডারদের সব টাকা যে নিয়ে গেল, তার বিচার হচ্ছে না। শুধু আমি না, হাজার-হাজার শেয়ারহোল্ডার হয়রানির শিকার হচ্ছেন। আমি এই কোম্পানিটা প্রতিষ্ঠা করেছি। অবশ্যই আমার দায় আছে এটাকে ভলোভাবে পরিচালনা করার।’
সারাবাংলা/এসজে/পিটিএম