Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে মেয়র প্রার্থীর ওপর হামলা তদন্তের নির্দেশ ইসির

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৩ ১৮:৩৭ | আপডেট: ১৩ জুন ২০২৩ ২১:১৫

ঢাকা: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনা তদন্তে পুলিশকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেইসঙ্গে নির্বাচনে যেসব অনিয়ম হয়েছে, যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, তাও তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) নির্বাচন কমিশন থেকে এই ঘটনা তদন্ত করে আগামী ১৪ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়। ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জনসংযোগ শাখা থেকে তদন্তের নির্দেশনা দিয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় অনিয়মের খবর প্রচার হয়েছে। একাধিক মিডিয়ায় যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা হচ্ছে, বরিশাল সিটির মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমের ওপর হামলা, বরিশালে হাত পাখার মেয়রপ্রার্থী আহত, লাঠি নিয়ে বিক্ষোভ, বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ হাফিজিয়া মাদরাসা ভোটকেন্দ্রে বুথে ঢুকে ভোটারকে নির্দেশনা দিয়েছেন নৌকার এজেন্ট। এ সময় প্রিজাইডিং কর্মকর্তাকে হুমকি দেওয়া হয়েছে মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, উল্লিখিত বিষয়ে সরেজমিন তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন দাখিলের জন্য বরিশালের মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া, বরিশাল জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসারকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের উল্লিখিত বিষয়গুলো সরেজমিনে তদন্ত করে আগামী ১৪ জুনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ নির্বাচন কমিশন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর