Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঠিন হামলা চালিয়ে ৭ গ্রাম পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৩ ১৬:৩০

ঢাকা: রুশ বাহিনীর বিরুদ্ধে কঠিন পাল্টা হামলা চালিয়ে সাতটি গ্রাম পুনরুদ্ধার এবং সামান্য অগ্রগতির দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সোমবার তার সান্ধ্য ভাষণে বলেছেন, ‘এ লড়াই খুব কঠিন, কিন্তু আমরা অগ্রসর হচ্ছি এটিই গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেনের প্রতিটি পতাকার জন্যে আমি আমাদের বাহিনীকে ধন্যবাদ জানাই। নতুন দখলকৃত অঞ্চলের গ্রামসমূহ সঠিক জায়গায় ফিরে এসেছে।’

এদিকে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, দীর্ঘ প্রতীক্ষিত এই পাল্টা অভিযান কয়েকমাস নয়, কয়েক সপ্তাহ চলবে।

তিনি আরো বলেছেন, আমরা একে যতোটা সম্ভব সফল করে তুলতে চাই যেন একটা সুন্দর পরিস্থিতিতে আলোচনা শুরু করা যায়।

এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন আশা প্রকাশ করে বলেছেন, এই অভিযান যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাধ্য করবে।
কিয়েভ বাহিনীর সাফল্য অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

রাশিয়া সোমবার বলেছে, তাদের বাহিনী ভেলিকা নভোসিল্কার কাছে দোনেৎস্ক অঞ্চলে কিয়েভ বাহিনীর হামলা প্রতিহত করেছে।

তবে মস্কো ও কিয়েভের পরস্পরের দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সারাবাংলা/একে

ইউক্রেন রাশিয়া হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর