ভারতে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৩ ১৫:৫৪
১৩ জুন ২০২৩ ১৫:৫৪
ভারতের রাজধানী দিল্লিসহ দেশটির উত্তরাঞ্চলে কিছু অংশে ভূ-কম্পন অনুভূত হয়েছে। এর আগে জম্মু ও কাশ্মীরে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। খবর এনডিটিভি।
মঙ্গলবার (১৩ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এক টুইটে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ভূমিকম্পের উৎসস্থল ছিল জম্মু-কাশ্মীরের ডোডা জেলার গান্ডো ভালেসা গ্রামে ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে।
এছাড়া পাকিস্তান ও চীনেও এই কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।
সারাবাংলা/এনএস