Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদিয়া রাইয়ান আহমেদ ডাচ্-বাংলা ব্যাংক’র চেয়ারম্যান নির্বাচিত

সারাবাংলা ডেস্ক
১২ জুন ২০২৩ ২৩:৪৯ | আপডেট: ১৩ জুন ২০২৩ ০০:০৬

ঢাকা: সাদিয়া রাইয়ান আহমেদ ডাচ্-বাংলা ব্যাংক’র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার (১২ জুন) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৬৭তম সভায় তিনি সায়েম আহমেদের স্থলাভিষিক্ত হন। সাদিয়া রাইয়ান আহমেদ ২০২২ সালের ১৪ জুন থেকে ব্যাংকের একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

২০১২ সাল থেকে সাদিয়ার বিভিন্ন স্বনামধন্য টেক্সটাইল স্পিনিং মিলে উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ)হিসেবে দায়িত্ব পালন করার ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে। তিনি যেসব কোম্পানিতে যুক্ত আছেন সেসব কোম্পানির মাসিক রফতানি আয় প্রায় ৮০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।

বিজ্ঞাপন

সাদিয়া রাইয়ান বারিধারার আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল, কানাডার ব্রাঙ্কসাম হল এবং ইউনিভার্সিটি অব টরেন্টো সেন্ট জর্জ থেকে তার শিক্ষা জীবন শেষ করেছেন।

সারাবাংলা/পিটিএম

চেয়ারম্যান ডাচ্-বাংলা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর