রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে ২৪ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ
১২ জুন ২০২৩ ২৩:১৪
ঢাকা: আসন্ন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অপরাধ সংঘটিত হলে তা আমলে নেওয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য ২৪ জন প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে সোমবার (১২ জুন) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া ১০ বিচারক: নগরীর ১, ২ ও ৩ নং ওয়ার্ডে রাজশাহীর অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম; ৪, ৫, ও ৬ নং ওয়ার্ডে রাজশাহীর মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম; ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে রাজশাহীর মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মুহা. মাসুদুজ জামান; ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে রাজশাহীর মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান; ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন হোসেন; ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজ্জ্বল মাহমুদ; ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলম; ২২, ২৩, ও ২৪ নং ওয়ার্ডে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আল্লাম; ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডে পাবনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রে মো. আশরাফুল ইসলাম এবং ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডে চাঁপাইনবাবগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুজ্জামান দায়িত্ব পালন করবেন।
সিলেট সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া ১৪ বিচারক: নগরের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সিলেটের অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল মোমেন; ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সিলেটের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাস; ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুমন ভূইয়া; ১০ ১১ ও ১২ নং ওয়ার্ডে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব; ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন; ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আসমা জাহান; ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন দায়িত্ব পালন করবেন।
সিলেট সিটির ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম; ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম; ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডে মৌলভীবাজারের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার; ৩১, ৩২ ও ৩৩ নং ওয়ার্ডে মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দাউদ হাসান; ৩৪, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ডে মৌলভীবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান; ৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডে সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহা. হেলাল উদ্দিন এবং ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হালিম দায়িত্ব পালন করবেন।
সারাবাংলা/কেআইএফ/একে