কক্সবাজারের পৌরপিতা আওয়ামী লীগের মাহাবুবুর রহমান
১২ জুন ২০২৩ ২২:৩৯ | আপডেট: ১৩ জুন ২০২৩ ০০:১২
কক্সবাজার: কক্সবাজারে শান্তিপূর্ণভাবে পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের মাসেদুল হক রাশেদ (বহিষ্কৃত) স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে মোট ৪৩টি কেন্দ্রে আওয়ামী লীগের মাহাবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ২৮ হাজার ৪১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাশেদুল হক রাশেদ পান ২৪ হাজার ৫৭৪ ভোট। রোববার (১২ জুন) রাত সোয়া ৯টার দিকে জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এই তথ্য জানা যায়।
সকাল থেকেই কক্সবাজার পৌরসভা নির্বাচনে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলে। পৌরসভা নির্বাচনে এই প্রথম ইভিএম পদ্ধতিতে নির্বাচন হয়। এ কারণে ভোটারদের মধ্যে ইভিএম-এ ভোট দেওয়ার অভিজ্ঞতা ছিল না। ভোটাররা তাই ভোট কেন্দ্রে গিয়ে নানা ভোগান্তিতে পড়েন। সকালে বেশ কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এসে ইভিএম মেশিন ঠিক করে দিলে ফের ভোট শুরু হয়।
দুপুরে এসএম পাড়া কেন্দ্রে মেয়র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোটারদের টাকা দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের নেতাকে হাতে নাতে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষণীয়।
এ নির্বাচনে মূল লড়াই হয়েছে আওয়ামী লীগের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত) মাসেদুল হক ওরফে রাশেদের মধ্যে। তবে মাঠে থাকা পাঁচ প্রার্থীর মধে অপর তিন মেয়রপ্রার্থী হলেন- জগদীশ বড়ুয়া (হেলমেট), জোসনা হক (মোবাইল ফোন) ও মো. জাহেদুর রহমান (হাতপাখা)। নির্বাচনে বিএনপি অংশ নেয়নি।
সারাবাংলা/ওএফএইচ/পিটিএম