Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারের পতন না করে ঘরে না ফেরার অঙ্গীকার ‘আহত’ ফয়জুল করিমের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৩ ১৪:৪৫ | আপডেট: ১২ জুন ২০২৩ ১৪:৪৯

বরিশাল: সরকারের পতন না করে ঘরে না ফেরার ‘অঙ্গীকার’ করেছেন বরিশালে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সোমবার (১২ জুন) দুপুরে হামলায় আহত হয়ে তিনি এ কথা জানান।

সোমবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চৌমাথা এলাকায় সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফয়জুল করিম ও তার কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে।

নির্বাচনের পর আন্দোলনের কথা বলে তিনি বলেন, ‘এই সরকারের পতন না করে আমি ঘরে ফিরবো না।’

হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করিম বলেন, ‘নগরীর ২২ নম্বর ওয়ার্ডে ৮৭ নম্বর কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখি নৌকার সমর্থকরা ভোটকক্ষে ঢুকে ভোটারদের বলছেন, নৌকায় ভোট দিলে দাও, না হলে চলে যাও। এসময় আমি প্রিসাইডিং অফিসারকে এসব বিষয় বলছিলাম। তখন নৌকার কর্মীরা এসে আমাকে ও আমার সঙ্গে যারা ছিলেন তাদের ওপর হামলা চালিয়ে জখম করে।’

তিনি আরও বলেন, ‘যত হামলা হোক ভোটের শেষ পর্যন্ত আমি নির্বাচনের মাঠে আছি, আমি কোনো অন্যায় করিনি। যারা হামলা করেছে তাদের বাবার বয়সী আমি। আমাকে মারধর করার কী কারণ? আমার দাড়ি পাকা, একজন আলেম মানুষ। এতবড় পিশাচ হতে পারে মানুষ? এসব কী হচ্ছে? এটা কেমন নির্বাচন?’

অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: মানুষ এবার ভোট দেওয়ার পরিবেশ পেয়েছে: ফয়জুল করিম

সারাবাংলা/এমও

টপ নিউজ ফয়জুল করিম সরকারের পতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর