Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মমতার জন্য শেখ হাসিনার উপহার হাড়িভাঙ্গা আম

লোকাল করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৩ ১৪:০৯ | আপডেট: ১২ জুন ২০২৩ ১৬:১৫

বেনাপোল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ২৪০টি কার্টুন ভর্তি এক হাজার ২০০ কেজি মৌসুমী ফল হাড়িভাঙ্গা আম উপহার পাঠিয়েছেন।

সোমবার (১২ জুন) সকাল ১২টার দিকে বেনাপোল পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি গেটের নোম্যান্সল্যান্ডে খালাস প্রক্রিয়া শেষ হয়। এই উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যদের সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করছেন দুই দেশের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন


এ সময় উপস্থিত ছিলেন- বেনাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ, বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সুব্রত কুমার চক্রবর্তী, ভারতের পেট্রাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষের অ্যাসিস্টেন্ট কমিশনার গিরিধারি সারেঙ্গি।

আমগুলো বেনাপোল বন্দর থেকে গ্রহণ করেন ভারতে নিযুক্ত কলকাতার বাংলাদেশ দূতাবাসের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (অ্যাকাউন্ট) কাউসার সারোয়ার। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে আমের চালানটি হস্তান্তর করেন। সোমবার সকালে সড়ক পথে বেনাপোল স্থলবন্দরের চেকপোস্টে উপহারের আম পৌঁছায়।

গত বছরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্য এক ট্রাক বাংলাদেশের হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবাংলা/এআই/এমও

মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনা হাড়িভাঙ্গা আম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর