মানুষ এবার ভোট দেওয়ার পরিবেশ পেয়েছে: ফয়জুল করিম
১২ জুন ২০২৩ ১৩:২০ | আপডেট: ১২ জুন ২০২৩ ১৪:৪৬
বরিশাল: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকে অংশ নেওয়া মেয়র প্রার্থী ফয়জুল করিম বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে বিগত সময়ে মানুষ ভোট দিতে পারেনি। সেখানে মানুষ এবার অন্তত ভোট দেওয়ার একটি পরিবেশ পেয়েছে। ভোটাররা ভোট দিতে পারলে হাতপাখা সর্বোচ্চ ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ।’
সোমবার (১২ জুন) সকাল ৮টা ১০ মিনিটে নগরের রূপাতলী হাউজিংয়ের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ইসলামী আন্দোলনের এই মেয়র প্রার্থী। সকাল ৮টা থেকে বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথে একযোগে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়।
নিজের ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য না হলে ভোটের ফলাফল মেনে নেওয়ার প্রশ্নই আসে না। যদি প্রশ্নবিদ্ধ ভোট হয়, তখন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব, রিট করব, আন্দোলন করব।’
সারাবাংলা/এমও