বিসিসি নির্বাচন: ২ কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ রুপনের
১২ জুন ২০২৩ ১১:০৬ | আপডেট: ১২ জুন ২০২৩ ১৩:৪৫
বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের দুই কেন্দ্রে এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন।
সোমবার (১২ জুন) সকাল পৌনে ৯টায় আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সামনে এ অভিযোগ করেন টেবিল ঘড়ির প্রতীকের এই প্রার্থী।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত যেটুকু জানি দুটি কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। সেখানে বলা হচ্ছে এজেন্ট কার্ডে প্রার্থীর স্বাক্ষর না হলে হবে না। কিন্তু সেখানে আমার প্রধান নির্বাচনী এজেন্টের স্বাক্ষর আছে।’
‘আবার বলা হচ্ছে, রাতে এজেন্টদের ফরম কেন দেওয়া হয়নি। কিন্তু আমি জানি ভোটগ্রহণের আগে এজেন্ট ফরম দিলেই হয়। খবর পেয়ে আমার প্রধান নির্বাচনী এজেন্টকে পাঠানো হয়েছে।’
ভোট সুষ্ঠু হচ্ছে কিনা, এমন প্রশ্নে কামরুল আহসান রুপন প্রার্থী বলেন, ‘এখনও পর্যন্ত কেন্দ্রে ভোটার উপস্থিতি রয়েছে। তবে দুপুরের দিকে বলতে পারব অবস্থা কোন দিকে যাচ্ছে। ভোটাররা যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, নির্বাচন কমিশন যদি শান্তিপূর্ণভাবে এজেন্টদের ঢুকতে দেন, ভোটার হয়রানি না হয় তাহলে জয় আসবেই।’
প্রসঙ্গত, সোমবার সকাল ৮টা থেকে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিন বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নগরের ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রের সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে বরিশাল সিটিতে ভোটার সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ২৯৮। মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সারাবাংলা/ইআ