Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল সিটির সব কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৩ ০৯:৫৬ | আপডেট: ১২ জুন ২০২৩ ১৩:২৫

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে সোমবার (১২ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন ৭ জন। ভোটের শুরুতেই প্রার্থীরা সবাই নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে প্রথমবারের মতো সবগুলো কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন ভোটাররা। নতুন এ পদ্ধতি নিয়ে কিছুটা অস্বস্তি থাকলেও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি তারা। সকাল ৬টা থেকে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে শুরু করেন। এর ১ ঘণ্টার মধ্যে ভরে যায় ভোটকেন্দ্রগুলো।

বিজ্ঞাপন

২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা আমেনা বেগম বলেন, ‘আমি সকালবেলা ভোট দিতে এসেছি। সবার আগে ভোট দিতে আমার খুব ভালো লাগে।’

একই কেন্দ্র ভোট দিতে আসা বৃদ্ধ জাহানারা বেগম বলেন, ‘এবার কোনো সমস্যা হয়নি। অনেকটা সুষ্ঠুভাবে ভোট হচ্ছে।’

সোমবার সকালে বরিশাল নির্বাচন কমিশনের রির্টানিং কর্মকর্তা হুমায়ূন কবির বলেন, ‘সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নগরের ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রের সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলবে।’

ভোটের আগের দিন রোববার থেকেই বরিশালে পুলিশ, র‍্যাব, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সদস্যের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা দিচ্ছে পুলিশ। নজর রাখতে প্রতিটি ভোটকক্ষে সিসি ক্যামেরা লাগিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মাঠে নির্বাচনী আচরণ প্রতিপালনে নিয়োজিত করা হয়েছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। এছাড়া রয়েছে ইসির নিজস্ব পর্যবেক্ষক টিমও।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এবারের নির্বাচনে বরিশাল সিটিতে ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮। মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সারাবাংলা/এমও

দীর্ঘ লাইন বরিশাল সিটি ভোটার

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর