Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৩ ১৮:১০

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আলী নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১১জুন) সকাল ১১টার দিকে মহানন্দা নদীর খালঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দুপর ১২টার দিকে ইয়াসিনের মরদেহ উদ্ধার করে।

মৃত ইয়াসিন আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগ মহল্লার মৃত দুরুল হোদার ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, সকাল ১১টার দিকে ইয়াসিনসহ তার   আরও দুই বন্ধু মিলে মহানন্দা নদীর খালঘাট এলাকায় গোসল করতে যায়। এ সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটির মরদেহ উদ্ধার করে।

মৃত ইয়াসিনের মা তাসলিমা বেগম জানান, সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়। সাড়ে ১১টার দিকে খবর তিনি পান ইয়াসিন পানিতে ডুবে মারা গেছে। ইয়াসিন সাঁতার জানতো না এবং বিভিন্ন জায়গায় ভিক্ষা করতো বলে জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠালে সেখানকার চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/ইআ

পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর