Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেলের জাহাজে আগুন: দগ্ধ আরও একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৩ ১৫:৫৮

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেলের জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় চারজনের মৃত্যু হলো।

রোববার (১১ জুন) সকাল ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সোহেলের (৩৮) বাড়ি ব্রাক্ষনবাড়িয়া জেলার নবিনগরের মিরপুর গ্রামে। তার বাবার নাম তাইজুল ইসলাম। তিনি জাহাজে শ্রমিকের কাজ করতেন।

বার্ন ইনস্টিটিউটের জরুরী বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম সোহেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহেলের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে, শনিবার দিবাগত রাতে দগ্ধ হুমায়ুন কবির (৫৪) ও রুবেলের (৫৪) মৃত্যু হয়। হুমায়ুন কবিরের বাড়ি ঢাকার সাভার পলাশবাড়ি এলাকায়। বাবার নাম মৃত আলী আকবর তালুকদার। এ ছাড়া, রুবেলের বাড়ি ভোলার লালমোহন উপজেলার ফুলবাগিচা গ্রামে। তার বাবার নাম আব্দুর রহমান। রুবেল জাহাজের লস্কর ছিলেন।

তার আগে, মঙ্গলবার (৬ জুন) দুপুরে চিকিৎসধীন তাজুল ইসলাম লিমনের (২০) মৃত্যু হয়। তাজুল ইসলামের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার কলাকান্দা গ্রামে। তিনি জাহাজের লস্কর ছিলেন।

ডা. মো. তরিকুল ইসলাম জানান, জাহাজে আগুনের ঘটনায় মোট আটজন রোগীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে তিনজনকে ওইদিনই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ইমতিয়াজ ৩০ শতাংশ দগ্ধ নিয়ে এখনও ভর্তি আছেন।

এর আগে, ৩ জুন দিবাগত রাত ১টার দিকে রুপগঞ্জে গাজী ব্রিজসংলগ্ন দড়িকান্দি ডকইয়ারে ‘ওটি সাংহাই এইট’ নামের একটি জাহাজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/ইআ

তেলের জাহাজে আগুন