Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিক লীগ নেতা অপু হত্যা: দুই শিক্ষকসহ ৬ আসামি রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৩ ১৫:৫২

ঢাকা: দুই শিক্ষকসহ ৬ আসামির ২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রাজধানীর বাড্ডা এলাকায় অপু ইসলাম নামে শ্রমিক লীগের নেতাকে পিটিয়ে ও ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এই আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১১ জুন) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. মেহেদী হাসান।

রিমান্ড যাওয়া আসামিরা হলো- মো. শাহাদাত হোসেন, মো. হামিদুল ইসলাম মো. মোরশেদ হোসেন, সনেট সরকার, মেহেদী হাসান ও শাহজাহান কবির। এদের মধ্যে হামিদুল ও শাহাদাত স্কুল শিক্ষক বলে জানা গেছে।

এসয়ম আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেক আসামির জিজ্ঞেসাবাদের জন্য দুই দিনের রিমান্ডের পাঠানোর আদেশ দেন।

অভিযোগ থেকে জানা যায়, গত ৯ জুন সন্ধ্যা ৭টার দিকে অপু রাস্তা দিয়ে যাওয়ার সময় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সনেট সরকার, মেহেদী হাসান ও শাহজাহান কবিরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর তারা অপুকে পাশের একটি ভবনের সাত তলায় নিয়ে গিয়ে মারধর করে ছেড়ে দেয়। পরবর্তীতে একইদিনে রাত ৮ টার দিকে বাকি আসামিরা বিষয়টি মীমাংসার কথা বলে অপুকে ডেকে নিয়ে যায়। এরপর আসামিরা অপুকে অকথ্য ভাষায় গালাগালি করলে অপু তার প্রতিবাদ করে।

একপর্যায়ে ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে তাকে নিচে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় অপুকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ওই ঘটনায় গত ১০ জুন রাতে নিহত অপুর বড় ভাই খোরশেদ বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সারাবাংলা/এআই/এমও

অপু হত্যা টপ নিউজ শ্রমিক লীগ নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর