Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার কারামুক্তি দিবসে আ.লীগের শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৩ ১৫:১২

কারামুক্তি দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের নেতারা

ঢাকা: কারামুক্তি দিবসে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের তোড়া দিয়ে দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

রোববার (১১ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে কার্যালয়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫তম কারামুক্তি দিবস আজ রোববার। ২০০৮ সালের এই দিনে শেখ হাসিনা ১১ মাস বন্দি থাকার পর, জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাব-জেল থেকে মুক্তি পান। ২০০৭ সালে ১/১১-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর, ক্ষমতা গ্রহণ করা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৬ জুলাই আওয়ামী লীগ সভাপতিকে তার ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে গ্রেফতার করা হয়।

শেখ হাসিনা বন্দিদশায় অসুস্থ হয়ে পড়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন মহল থেকে তাকে জেল মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি ওঠে। বিভিন্ন মহল থেকে জনগণের স্বতঃস্ফূর্ত ও বারবার দাবি ও চাপে তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট জোট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভূমিধস বিজয় অর্জন করে এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হন। এরপর আওয়ামী লীগ ২০১৪ ও ২০১৮ সালের সাধারণ নির্বাচনেও বিজয়ী হয়ে সরকার গঠন করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এনএস

টপ নিউজ শেখ হাসিনার কারামুক্তি দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর