Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় ৩ জনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৩ ১৪:৩৩

ঢাকা: ২০১৭ সালেরাজধানীর রমনা থানাধীন এলাকায় ট্রাক থেকে ১০৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

রোববার (১১ জুন) দুপুরে ঢাকার ১০ নম্বর বিশেষ জজের বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- মো. কাওছার আলী, মো. কামাল হোসেন ও শফিকুল ইসলাম।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরই আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

রায় ঘোষণার সময় তিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ১ মার্চ রাজধানী রমনা থানাধীন বাংলামোটর থেকে সোনারগাঁও হোটেলগামী রাস্তায় থামানো অবস্থা একটি খালি ট্রাকে থাকা ফেনসিডিল নিয়ে আসামিরা ক্রয়-বিক্রয়ের কথা আলোচনা করছিলো। গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ ঘটনা স্থালে গিয়ে যাচাই-বাছাই করতে চাইলে আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ঘটনাস্থল থেকে ট্রাক ড্রাইভারসহ তিনজনকে আটক করে পুলিশ। ট্রাক ড্রাইভার দেখানো জায়গায় থেকে ১০৫০ বোতলে ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেন।

একই বছরের ২৭ মে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মুহাদ্দিন মোর্শেদ চৌধুরী তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ২৫ অক্টোবর তিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

মামলাটি বিচারচলাকালীন সময়ে ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ নিয়েছেন আদালত।

সারাবাংলা/এআই/ইআ

৩ জনের যাবজ্জীবন

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর