‘সুস্থ হলে খালেদা জিয়াকে বাকি সাজা খাটতে জেলে যেতে হবে’
১১ জুন ২০২৩ ১৩:৫৮ | আপডেট: ১১ জুন ২০২৩ ১৪:০৪
ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘খালেদা জিয়া সুস্থ হলে তাকে আবার বাকি সাজা খাটার জন্য জেলে যেতে হবে। যেকোনো ব্যক্তির রাজনীতি করতে হলে তাকে সুস্থ হতে হবে। খালেদা জিয়ার রাজনীতি করার জন্য সবার আগে প্রয়োজন তার সুস্থতা। আর তিনি সুস্থ হলে তার বাকি সাজা খাটতে অসুবিধাটা কোথায়? তিনি সুস্থ হলে তাকে তো বাকি সাজাটুকু খাটতে হবে। সাজা খাটাকালীন সময়ে কেউ নির্বাচন করতে পারবেন না।’
রোববার (১১ জুন) ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন। এসময় আইন সচিব, গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন। এলআরএফ’র সভাপতি আশুতোষ সরকার সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ সারোয়ার হোসেন ভুঞা সভা পরিচালনা করেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “খালেদা জিয়াকে মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতায় ফৌজদারি কার্যবিধির ৪০১ এর উপধারা-১ এর শর্ত অনুযায়ী তার যে শাস্তি সেটা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন মুক্তির শর্ত হলো তিনি (খালেদা জিয়াকে) বাসায় থেকে চিকিৎসা নিবেন এবং বিদেশে যেতে পারবেন না।”
আনিসুল হক বলেন, “যখনই তার (খালেদা জিয়ার) অসুস্থতা গুরুতর হয়েছে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবার বাসায় ফিরেছেন। তাতে প্রমাণ করে যে তিনি অসুস্থ, এবং দ্বিতীয়ত বাংলাদেশে তার সুচিকিৎসার হওয়ার মতো ব্যবস্থা আছে।”
খালেদা জিয়াকে সভা-সমাবেশ করা অনুমতি দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “খালেদা জিয়ার মুক্তি শর্তের এই আদেশের কোনো পরিবর্তন করার কথা আমি জানি না। আমি নিজেও এই ধরনের গুজব শুনেছি, যে তার ফাইল আইন মন্ত্রণালয়ে চলে আসছে। আমি স্পষ্টভাবে বলতে পারি, আমার মন্ত্রণালয়ে এরকম কোনো ফাইল আসেনি। আমি এটাও বলতে পারি, এই রকম কোনো ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উঠেছে কিনা, তাও আমার জানা নেই।”
আপনি আগে বলেছিলেন, খালেদা জিয়া সভা-সমাবেশে যেতে কোন বাধা নেই, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “খালেদা জিয়া শর্তসাপেক্ষে মুক্ত আছেন। দ্বিতীয়ত তিনি কি আবেদনের পেক্ষিতে তাকে মুক্তি দেওয়া হয়েছে, তার পেছনে একটা ইতিহাস আছে। আবেদনটা হচ্ছে খালেদা জিয়ার ভাই আবেদন করেন যে, তার বোন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তারই প্রেক্ষিতে তাকে দুর্নীতির মামলায় যে সাজা দেওয়া হয়েছিল, সেই সাজাটা স্থগিত রেখে মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতার কারণে তাকে ফৌজদারি দণ্ডবিধির ৪০১ এর ১ ধারায় তাকে শর্তযুক্তভাবে খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এখন তিনি যদি বলেন, তিনি সুস্থ তাহলে তো তাকে তার যে সাজা খাটা বাকি রযেছে সেটা খাটার জন্য তাকে জেলখানায় যেতে হবে। এটাই স্বাভাবিক।”
আইনমন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়া যে মুহূর্তে বলবেন তিনি সুস্থ তাহলে তার আর অসুস্থতার যে আবেদনটা দেওয়া আছে, সেটা আর থাকবে না। এখন যে খালেদা জিয়া মুক্ত, সেটার প্রমাণ হচ্ছে তিনি এভারকেয়ার হাসপাতালে যান, সেখানে তাকে সরকারের অনুমতি নিয়ে যেতে হয়। খালেদা জিয়া যদি সুস্থ হয়ে থাকেন, তাহলে সবচেয়ে আগে যে দায়িত্ব সেটা হচ্ছে তার সাজার বাকি অংশটুকু খাটতে হবে। আরও ব্যাখ্যা জানতে চাইলে আদালতে যেতে হবে।’
খালেদা জিয়া রাজনীতি এবং নির্বাচন করতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘তিনি রাজনীতি করার জন্য সবার আগে প্রয়োজন তার সুস্থতা। আর সুস্থ হলে তাকে তার বাকি সাজা খাটতে অসুবিধাটা কোথায়? তাকে তো বাকি সাজাটুকু খাটতে হবে। আর সাজা খাটাকালীন সময়ে কেউ নির্বাচন করতে পারবে না।’
সারাবাংলা/জিএস/এমও