Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিটারে সয়াবিন তেলের দাম কমলো ১০ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৩ ১৩:০৫ | আপডেট: ১১ জুন ২০২৩ ১৫:৫৪

ঢাকা: প্যাকেটজাত সয়াবিন তেল প্রতি লিটারের দাম ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও প্রতি লিটার খোলা তেল ৯ টাকা কমিয়ে ১৬৭ টাকা এবং পাম তেলের দাম লিটারে ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে।

নতুন এই দাম আজ রোববার (১১ জুন) থেকেই কার্যকর হবে। রোববার (১১ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রতি লিটার প্যাকেটজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা কমে ১৮৯ টাকা, খোলা সয়াবিন তেল ৯ টাকা কমে ১৬৭ টাকা, পামঅয়েল ২ টাকা কমে ১৩৩ টাকা এবং পামঅয়েল সুপার ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।’

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতির দিকে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা হয়ত আরও ১৫ দিন পর বসে চেষ্টা করব তেলের দাম আরও কমানো যায় কি না।’

সারাবাংলা/জিএম/এনএস

সয়াবিন তেল

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

আরো

সম্পর্কিত খবর