Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নেতা-এমপি-মন্ত্রীর ওপর অভিমান করে দেশ ধ্বংস করবেন না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৩ ০০:০২

ঢাকা: জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে আমরা ও জেলা, উপজেলা পর্যায়ের নেতা, এমপি, মন্ত্রীরা ভুল করেছি- একথা অস্বীকার করব না। দলের অগণিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে সমর্থ হইনি। কিন্তু আওয়ামী লীগের নেতা, এমপি, মন্ত্রীর ওপর অভিমান করে বাংলাদেশকে ধ্বংস করবেন না।

শনিবার (১০ জুন) জয়পুরহাট- ২ নির্বাচনী এলাকায় অনুষ্ঠিত ৫টি পৃথক দোয়া মাহফিল এবং উন্নয়ন ও জন আকাঙ্ক্ষাবিষয়ক মতবিনিময় সভা এবং দু’টি তথ্য-আপা মাঠ সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আওয়ামী লীগ বিরামহীনভাবে সাড়ে ১৫ বছর দেশ পরিচালনা করছে। এই সময়ের মধ্যে জগৎসেরা উন্নয়নবিদ জননেত্রী শেখ হাসিনা ভিশনারি ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বহুদূর এগিয়ে নিয়ে গেছেন। চরম সংকট মোকাবিলা করে তিনি একযোগে দেশের অর্থনৈতিক ভিত্তি রচনা, জনগণের জীবনমানের উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবার সুযোগ ও মান বৃদ্ধি এবং মানব কল্যাণের মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচনে অসামান্য সফলতা অর্জন করেছেন। বিশ্ব টালমাটাল অর্থনৈতিক বিশৃঙ্খল পরিবেশেও মিতব্যায় ও পরিকল্পিত বিনিয়োগের কারণে বাংলাদেশের অর্থনীতি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে। রাষ্ট্র পরিচালনার স্টিয়ারিং জ্ঞানতাপস রাষ্ট্রনেতা শেখ হাসিনার হাতে না থাকলে বর্তমান কঠিন সময়ে বাংলাদেশকে শ্রীলঙ্কা, পাকিস্তানের ভাগ্য বরণ করতে হতো।’

তিনি আরও বলেন, ‘মূল নেতা ভুল করলে রাষ্ট্র ধ্বংস হয়। দলের নেতা, এমপি, মন্ত্রী ভুল করলে ব্যক্তি, গোষ্ঠী বা নির্দিষ্ট এলাকা ক্ষতিগ্রস্ত হয়। একজন বিচক্ষণ রাষ্ট্রনেতার কঠোর নজরদারির মাঝে কাজ করার জন্য মন্ত্রিসভার সদস্যদের ভুল কম হয়েছে। কিন্তু অনেক কাজ করতে গেলে সফলতা, ব্যর্থতা দুটোই থাকে।’

বিজ্ঞাপন

স্বপন বলেন, ‘কঠিন সময়ে জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ পরিচালনার দায়িত্ব না থাকলে বাংলাদেশের টিকে থাকা দুষ্কর হবে, এগিয়ে যাওয়া সম্ভব হবে না। তার মতো দেশ পরিচালনার দক্ষতাসম্পন্ন কোনো নেতা এখন বাংলাদেশে নেই। সুতরাং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আগামী নির্বাচনে অনুগ্রহ করে নৌকা মার্কায় ভোট দেবেন।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, কালাই ও ক্ষেতলাল উপজেলার নির্বাহী অফিসার, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোকছেদ আলী, জয়পুরহাট চেম্বার সভাপতি আহসান কবীর, মেয়র শহীদুল আলম, মেয়র রাবেয়া খাতুন, কালাই উপজেলা সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জেলা পরিষদ সদস্য মাজহারুল আনোয়ার লিটন, রত্না রশীদ, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মিঠু এবং প্রতিটি গ্রামের একজন করে প্রতিনিধি।

সারাবাংলা/এনআর/পিটিএম

এমপি নেতা মন্ত্রী

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর