নবজাতকের মৃতদেহ মুখে নিয়ে কুকুরের দৌড়
১০ জুন ২০২৩ ১৮:০৯ | আপডেট: ১০ জুন ২০২৩ ২০:১১
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চতুর্থ শ্রেণির হোটেলের সামনের রাস্তা থেকে কুকুরের মুখ থেকে (১ দিন) বয়সী ছেলে নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ফুটপাতের কয়েকজন দোকানদার কুকুরের মুখ থেকে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে। পরে পুলিশে খবর দেয়।
ফুটপাতে শরবত বিক্রেতা মো. সুমন জানান, শরবত বিক্রি করার সময় হঠাৎ দেখি একটি কুকুর মুখে করে নবজাতটিকে নিয়ে দৌড়াচ্ছে। এরপর দৌড়ে গিয়ে নবজাতকের মৃতদেহ উদ্ধার করি।
সুমন জানান, ওই নবজাতকটির দুই হাঁটু ও ডান হাতের কব্জি পাওয়া যায়নি। সম্ভবত কুকুরটি তা খেয়ে ফেলেছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম বলেন, ‘বিকেলে হাসপাতাল থেকে সংবাদ পেয়ে ঘটস্থল হাসপাতালের চতুর্থ শ্রেণির ক্যান্টিনের সামনে আসি। সেখানে একটি ছেলে নবজাতক দেখতে পাই। যার বয়স হবে আনুমানিক একদিন। নবজাতকের দুই পা ও এক হাতে কব্জি থেকে পাওয়া যায়নি।’
তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/একে