Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর মহানগর ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৩ ১৭:২৮

রংপুর: ইমরান খান সুজনকে রংপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক ও রবিউল ইসলাম রবিকে সদস্য সচিব এবং শরীফ নেওয়াজ জোহাকে রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ও আফতাবুজ্জামান সুজনকে সদস্য সচিব করে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে।

ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই কমিটির অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রংপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির (আংশিক) অন্য সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সবুজ, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম তমাল, আবু হাসনাত লেলিন, আবদুর রহমান অরূপ রাজ, মুকিতুর রহমান মেরিন, জোনায়েদ হোসেন অনিক ও শাহরিয়ার রাহাত।

অন্যদিকে ১১ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রদলের কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজার রহমান মিলু সরকার, যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম মিম, সাখাওয়াত হোসেন সজিব, মো. আকাশ, সাজ্জাদ হোসেন, সদস্য ফজলে রাব্বি, মিরাজ হোসেন, লোকমান হোসেন ও আনোয়ার আকন্দ।

সারাবাংলা/একে

জেলা ছাত্রদল রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর