Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে জামায়াতের ৫ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৩ ১৭:০৯

বরিশাল: বরিশাল নগরীতে জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে তাদেরকে আটক করা হয়।

শনিবার (১০ ‍জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল।

আটক নেতাকর্মীরা হলেন, নগরীর কাউনিয়া থানা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, নগরীর ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি ফেরদৌস গাজী, সেক্রেটারি মো. ইব্রাহিম ও সক্রিয় কর্মী সাইফুল ইসলাম।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, নগরীর কাউনিয়া সাধুর বটতলা এলাকার হাওলাদার মঞ্জিলের দ্বিতীয় তলায় জামায়াতের নেতারা গোপন বৈঠক করে। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/একে

জামায়াতে ইসলামী বরিশাল বরিশাল সিটি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর